এক্সপ্লোর
Advertisement
কর্নাটকে সরকারি বাসে ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩, ফেরার এক চালক
হুব্বলি: কর্নাটকে নির্ভয়া কাণ্ডের ছায়া। সরকারি বাসে গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী। হাভেরি জেলার রানেবেন্নুর থেকে উদুপি ফেরার পথে ওই কিশোরীকে ধর্ষণ করল একজন কন্ডাক্টর ও তিনজন চালক।
উদুপির বাসিন্দা ওই কিশোরী রানেবেন্নুরে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি এক বাস চালক ফেরার।
উত্তর-পশ্চিম কর্নাটক সড়ক পরিবহণ সংস্থা (এনডব্লুকেআরটিসি) ওই চার অভিযুক্তকেই চাকরি থেকে সাসপেন্ড করেছে।
গত ৫ জুলাই এই ঘটনা ঘটে। বিস্তারিত অনুসন্ধানের পর গত সোমবার ওই তিন অভিযুক্তকে ধরে পুলিশ।
নির্যাতিতা কিশোরীর বাবা-মা বেলাগাভি থেকে এসে উদুপিতে থাকেন। তাঁরা পেশায় দিনমজুর।
পুলিশ জানিয়েছেন, রানেবেন্নুর থেকে রাতে উদুপি ফিরছিল ওই কিশোরী। বাসে একাই ছিল সে। সেই সুযোগে অভিযুক্ত চারজন তার ওপর অত্যাচার চালায়। মুখ না খোলার জন্যও তাকে ভয় দেখানো হয়।
উদুপিতে ফিরে বাবা-মাকে পুরো ঘটনা জানায় কিশোরী। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উদুপি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আধিকারিকরা কিশোরীকে রানেবেন্নুর নিয়ে যান। সেখানে সে দুষ্কৃতীদের চিহ্নিত করার পর তিনজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের মধ্যে রয়েছে রানেবেন্নুর ডিপোর কন্ডাক্টর রঘু বাগিদার (৩৫) এবং হিরেকেরুর ডিপোর দুই বাস চালক ভি আর হীরেমঠ (৪৫) এবং ভি সি কাট্টিগর (৪৫)।
পুলিশ ইন্সপেক্টর নবীনচন্দ্র যোগী বলেছেন, উদুপি মহিলা থানায় পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ।যে বাসে অপরাধ হয়েছিল সেই বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement