এক্সপ্লোর
Advertisement
১৮ বার গর্ভে নষ্ট সন্তান, অবশেষে চিকিত্সকদের চেষ্টায় মা হলেন ৩৮ বছরের মহিলা
আগরা: ১৮ বার বাচ্চা গর্ভে ধারণ করেও শেষপর্যন্ত সন্তানের জন্ম দিতে পারেননি এক মহিলা। কিন্তু মানুষের ইচ্ছাশক্তির কাছে কার্যত সবকিছুই যে তুচ্ছ, তা ফের একবার প্রমাণ করে দিলেন উত্তরপ্রদেশের আগরার হাতিগারহি গ্রামের বারহান এলাকার সেই মহিলা। গত কুড়ি বছরে ১৮ বার মিসক্যারেজ হওয়ার পর অবশেষে সুস্থ পুত্র সন্তানের জন্ম দিতে সক্ষম হয়েছেন ৩৮ বছর বয়সি সেই মহিলা। চিকিত্সকদের পরিভাষায় এটি একটি অলৌকিক ঘটনা।
আপাতত মা এবং সন্তান দুজনের অবস্থাই স্থিতিশীল।রজনীর পরিবার চাষাবাসের সঙ্গে যুক্ত। প্রতিবারই গর্ভে ধারণের পাঁচ অথবা ছ মাসের মাথায় বাচ্চা নষ্ট হয়ে গেছে ওই মহিলার। মহিলার স্বামী প্রেম কুমার জানিয়েছেন, তাঁর স্ত্রী এর আগে ১৮ বার বাচ্চা গর্ভে ধারণ করেও শেষপর্যন্ত রাখতে পারেননি। তবে অবশেষে আগরার এক বেসরকারি হাসপাতালে রজনীর ওপর ল্যাপ্রোস্কপিক অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং মা হতে সক্ষম হয়েছেন ওই মহিলা।
রজনীর চিকিত্সা করেছেন যে চিকিত্সক তিনি জানিয়েছেন, রজনীর জরায়ুর মুখটি দুর্বল হওয়ার কারণে, ভ্রুণ ধরে রাখতে পারত না সেটি। বহু হাসপাতালে চিকিত্সা করানো হয়েছে রজনীর। কিন্তু কোনও কিছুতেই সফল হননি চিকিত্সকরা। তবে পরে একটি ছোট ল্যাপ্রোস্কপিক অস্ত্রোপচারের মাধ্যমে চিকিত্সকরা তাঁদের উদ্দেশ্যে সফল হন এবং মা হতে সক্ষম হলেন রজনী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement