এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পর বিজেপি শাসিত আরও চার রাজ্যে কসাইখানা বন্ধের নির্দেশ
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে সমস্ত বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশিকা জারির পর সোমবার সেই একই পথে হাঁটে ঝাড়খণ্ড সরকার। এরমধ্যেই দেশজুড়ে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শুরু হয়েছে নানা বিতর্ক। বিতর্কের মাঝে সেই এক পথ অনুসরণ করল ভারতের আরও চার বিজেপি শাসিত রাজ্য। রাজস্থান, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়েও মঙ্গলবার থেকে সমস্ত বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশিকা জারি হয়েছে। সূত্রের খবর, গতকালের এই নির্দেশিকা জারির পর হরিদ্বারে তিনটি, রায়পুরে এগারোটি এবং ইনদওরে একটি কসাইখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজস্থানের জয়পুরে প্রায় চার হাজার বেআইনি কসাইখানা আগামী এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে জয়পুর পুরসভা। যদিও মাংস বিক্রেতা সংগঠনের প্রধানের দাবি, এই চার হাজারের মধ্যে ৯৫০ কসাইখানার আইনি স্বীকৃতি ছিল, কিন্তু গতবছর ৩১ মার্চের পর তাদের লাইসেন্স আর পুনর্ণবীকরণ করা হয়নি।
তবে জয়পুর পুরসভার দাবি, যাদের আগে লাইসেন্স ছিল তাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। তাদের দাবি, শুধুমাত্র বেআইনি কসাইখানাগুলোই বন্ধ হবে, আগে যাদের লাইসেন্স ছিল, তাদের ওপর কোনও কোপ পড়বে না।
প্রসঙ্গত, অন্য তিনরাজ্যেও শুধুমাত্র বেআইনি কসাইখানাগুলোর ওপরই কোপ পড়েছে। এদিকে সোমবার ঝাড়খণ্ড সরকারের এই সংক্রান্ত নির্দেশিকা জারির পর, গতকাল সেখানকার প্রায় সমস্ত মাংসের দোকানই বন্ধ ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement