Shivamogga Blast: শিবমোগায় ডিনামাইট বিস্ফোরণে মৃত অন্তত ১০, ট্যুইটে সমবেদনা মোদি, রাহুলের, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ ইয়েদুরাপ্পার
বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, প্রায় ১৫-২০ কিলোমিটার এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়, রাস্তায় ফাটল দেখা যায়
বেঙ্গালুরু: কর্ণাটকের শিবমোগায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল রাত ১০টা ২০ মিনিট নাগাদ শিবমোগা জেলায় হুনাসোদু গ্রামে একটি রেল ক্রাশার সাইটে ডিনামাইট ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংবাদসংস্থা সূত্রে খবর, পার্শ্ববর্তী আব্বালাগের গ্রামের খাদানেও বিস্ফোরণের সম্ভাবনার কথাও উঠে এসেছে। যদিও, এখনও সেই বিষয়ে কোনও সত্যতা স্বীকার করা হয়নি প্রশাসনের তরফে।
বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, প্রায় ১৫-২০ কিলোমিটার এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। জেলার পরিধি ছড়িয়ে পার্শ্ববর্তী চিকমাগালুরু ও দাবানগরে জেলাতেও কম্পন অনুভূত হয়।
বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় ফাটল দেখা যায়। বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিজপোজাল স্কোয়াড।
বিস্ফোরণের ঘটনায় শোকজ্ঞাপন করেছে প্রধানমন্ত্রীর দফতর। বলা হয়েছে, শিবমোগার ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তা করছে রাজ্য প্রশাসন।
Pained by the loss of lives in Shivamogga. Condolences to the bereaved families. Praying that the injured recover soon. The State Government is providing all possible assistance to the affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 22, 2021
এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তিনি আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।The news of blast at stone mining quarry in Karnataka is tragic.
Condolences to the families of the victims. Such incidents call for in-depth investigation so that similar tragedies can be avoided in the future. — Rahul Gandhi (@RahulGandhi) January 22, 2021
বিস্তারিত একটু পরে...Karnataka: A blast took place at a crusher site in Hunasodu village of Shivamogga district last night, casualties reported.
CM BS Yediyurappa tweets, 'A high-level probe into this unfortunate incident has been ordered and strict action will be taken against the culprits.' pic.twitter.com/XEUvz3BlSC — ANI (@ANI) January 22, 2021