এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ভারতের এই হাইস্কুল থেকেই পাস করেছেন মাইক্রোসফট, অ্যাডব, মাস্টারকার্ডের সিইওরা
![ভারতের এই হাইস্কুল থেকেই পাস করেছেন মাইক্রোসফট, অ্যাডব, মাস্টারকার্ডের সিইওরা A single high school in India has produced the CEOs of Microsoft, Adobe, and Mastercard ভারতের এই হাইস্কুল থেকেই পাস করেছেন মাইক্রোসফট, অ্যাডব, মাস্টারকার্ডের সিইওরা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/05090229/maxresdefault.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের একই স্কুল থেকে পাস করেছেন মাইক্রোসফট, অ্যাডব এবং মাস্টারকার্ডের সিইওরা। সেই স্কুল দিনের কথা মনে করে খুশিতে মন ভরে ওঠে মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলার। তাঁর কথায়, স্কুলই তাঁর জীবনের সেরা অধ্যায় ছিল। হায়দরাবাদ পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন সত্য নাদেলা। দক্ষিণ ভারতের এই স্কুল সাধারণত অভিজাত বাড়ির সন্তানদের কথা ভেবেই তৈরি হয়েছিল। নাদেলার কথায়, স্কুলে খেলা ক্রিকেট ম্যাচ তাঁর পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
বিশেষজ্ঞদের মতে, নিজের সন্তানকে যদি বিশ্বমানের বিজনেস লিডার বানাতে চাও, তাহলে অবশ্যই বেগমপেটের হায়দরাবাদ পাবলিক স্কুলে পড়তে পাঠাও।
শুধু নাডেলা নন, এই স্কুল থেকে পাস করেছেন অ্যাডব-এর সিইও শান্তনু নারায়ণ এবং মাস্টারকার্ডের সিইও অজয় বাঙ্গা। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত করা হয় স্কুলটি। লন্ডনের এটন কলেজের আদলে পড়াশোনা এবং অন্যান্য সমস্ত কর্মপ্রক্রিয়া চলে এই স্কুলে। ২০১৭ সালে ভারতের সেরা দশটি স্কুলের মধ্যে প্রথম স্থান পায় হায়দরাবাদ পাবলিক স্কুল। এই স্কুল তাদের পড়ুয়াদের শেখায় জীবনে কীভাবে মাথা ঠাণ্ডা রেখে চ্যালেঞ্জ নিতে হয়। প্রত্যেক সময় মানসিক ভাবে সচেতন থেকে এবং শারীরিক ভাবে সক্ষম থেকে চ্যালেঞ্জ নেওয়ার প্রশিক্ষণ দেয় এই স্কুল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অটো
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)