এক্সপ্লোর
Advertisement
ফরওয়ার্ডেড ম্যাসেজ টুইট করে বোকা বনে ট্রোলড বাবুল সুপ্রিয়
নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুকে ইদানিং হামেশাই নানা তথ্য দিয়ে ম্যাসেজ আসে। বেশিরভাগ সময়ই ব্যবহারকারীরা সেই সমস্ত তথ্য যাচাই না করেই ফের অপর হোয়াটসঅ্যাপ গ্রুপ, তালিকায় থাকা অন্য হোয়াটসঅ্যাপ বন্ধু, ফেসবুক বা টুইটারে পোস্ট করে দেন। তবে আমজনতা করলে লোকে সেভাবে মাথা না ঘামালেও, কোনও কেন্দ্রীয় মন্ত্রী যদি সেটা করেন, তাহলে স্বাভাবিকভাবেই নেটিজেনদের ভুরু কুঁচকে যায়। তারা সামান্য সময় নষ্ট করে না, সেই মন্ত্রীকে ট্রোল করতে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে।
এই ম্যাসেজটা হোয়াটসঅ্যাপ, টুইটার ও ফেসবুকে বেশ কয়েকদিন ধরেই ঘুরছিল। যাচাই না করেই মন্ত্রীমশাই নিজের টুইটার অ্যাকাউন্টে এই ম্যাসেজটি পোস্ট করে দেন। কিন্তু বার্তাটি যে তথ্যগত ভাবে একেবারেই ভুল, সেটা আগামী বছরের ক্যালেন্ডার দিয়ে একাধিক টুইটারাইট পোস্ট করে দেয়। শুধু পোস্ট করেই তারা থামেনি, বাবুলকে তাদের পরামর্শ, এধরনের বার্তা পোস্ট করার আগে তাঁর যাচাই করে নেওয়া উচিত ছিল।*This is absolutely CRAZY* 01-01-2018 *SUNDAY* 02-02-2018 *SUNDAY* 03-03-2018 *SUNDAY* 04-04-2018 *SUNDAY* 05-05-2018 *SUNDAY* 06-06-2018 *SUNDAY* 07-07-2018 *SUNDAY* 08-08-2018 *SUNDAY* 09-09-2018 *SUNDAY* 10-10-2018 *SUNDAY* 11-11-2018 *SUNDAY* 12-12-2018 *SUNDAY*
— Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017
Really?? Why wud someone create such a fake thing !!! But I won’t delete it as some suggest ???? we can all make mistakes or be April Fooled in December .. I’d rather accept that I am fooled with this one ???? — Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017
Good u identified yourself .. u shall blocked RIGHT NOW .. get well soon https://t.co/CXQfbTinSA
— Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017
True ???? https://t.co/1vxzdKzQAK — Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017
Thank you https://t.co/4cMab5xdcc
— Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017
It’s crazy that someone create such a fake thing !!! Infuriated But I won’t delete it as some of you suggest ???? we can all make mistakes or be April Fooled in December .. I’d rather accept that I am fooled with this one ???? https://t.co/UJLAwx7XEm — Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017
তবে মন্ত্রী এই ট্রোলের আক্রমণগুলি খুব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। তিনি টুইটগুলোর জবাবে পাল্টা বলেছেন, আমি ডিসেম্বরে এপ্রিল ফুল হয়েছি। এমনকি তিনি টুইটটি মুছে দিতেও অস্বীকার করেন। তাঁর দাবি, এই ভুলের ফলে কারও কোনও ক্ষতি হয়নি। এটা কোনও সরকারি তথ্য নয়। যদি সরকারি তথ্য হত, তাহলে তিনি বিন্দুমাত্র বিলম্ব না করে টুইটটি সংশোধন করতেন।No no .. I won’t ???? who said I wil HAVE to be correct all the time .. ? It’s just a harmless mistake .. had it been any Govt Data or Fact, I wud not only have removed it but also rectified it with an apology .. Won’t delete this .. nope ???? https://t.co/iOJd5IqiYW
— Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement