এক্সপ্লোর
Advertisement
সেনাবাহিনীতে যোগ দিলেন ১৩৪জন কাশ্মীরী যুবক
শ্রীনগর: কিছুদিন আগেও নিরাপত্তা বাহিনীর ওপর নাগাড়ে পাথর ছুঁড়ে খবরের শিরোনামে ছিল যে রাজ্যের কিশোর, যুবকরা, সেই জম্মু কাশ্মীরের ১৩৪জন যুবক এবার ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন। এক বছর ধরে তাঁদের একটার পর একটা হাড়ভাঙা প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে।
এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি (জাক লি) রেজিমেন্টাল সেন্টারে এই ১৩৪জনকে নিয়োগ করা হয়েছে। স্থানীয় রানগ্রেথ এলাকায় বানা সিংহ প্যারাড গ্রাউন্ডে আজ হয় সেনার পাসিং আউট প্যারাড। হেডকোয়ার্টার্স মধ্য ভারত এরিয়ার চিফ অফ স্টাফ মেজর জেনারেল ডিভিএস রানা উপস্থিত ছিলেন প্যারাডে।
সদ্যনিযুক্ত তরুণ সেনাকর্মীদের বাবা মা, আত্মীয়স্বজন সহ বহু সাধারণ মানুষ এই অনুষ্ঠান দেখতে আসেন। ছিলেন অন্যান্য সেনা কর্মী ও আধিকারিকরাও।
সেনাবাহিনীতে কাজের সুযোগ পাওয়ার জন্য মেজর জেনারেল রানা এই তরুণদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর আশা, আরও বেশি করে কাশ্মীরী যুবসমাজ যোগ দেবেন সেনাবাহিনীতে। দেশের সেবা করার জন্য সন্তানকে প্রেরণা যোগানোয় এই সেনাকর্মীদের বাবা মাকেও ধন্যবাদ জানান তিনি। এই সব বাবা মায়ের কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে গৌরব পদক তুলে দেয় সেনা।
যে সব সেনাকর্মীরা প্রশিক্ষণের সময় চোখে পড়ার মত পারফরম্যান্স করেন, তাঁদেরও সম্মানিত করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement