এক্সপ্লোর
Advertisement
হিমাচল প্রদেশের এই গ্রাম জাগে ১৩ অগাস্টের আতঙ্কে
কোটপুরী: হিমাচল প্রদেশের মান্ডির কোটপুরী গ্রাম। ছোট্ট এই নিঝুম গ্রামে আতঙ্কের একটাই নাম- ১৩ অগাস্ট।
শেষ ৪০ বছরে ৩ বার ভয়ঙ্কর ধস নেমেছে এই গ্রামে। তিনবারই তারিখ সেই ১৩ অগাস্ট।
প্রথমবার ধস নামে ১৯৭৭-এ। তারপর ঠিক ৩০ বছর পর ২০০৭। আর এবার ২০১৭। প্রাণ গিয়েছে, নষ্ট হয়েছে সম্পত্তি। গ্রামবাসীরা ক্যালেন্ডারে চোখ রেখে দেখেছেন তারিখটা ১৩ অগাস্ট।
অন্যান্যবারের ধসের সঙ্গে এবারের পার্থক্য একটাই- আগের দুবারে ক্ষয়ক্ষতির প্রায় সবটাই হয়েছিল বাড়িঘর আর চাষবাসের জমিতে। প্রাণহানি ঘটে একজনের। কিন্তু রবিবারের ধসে মৃতের সংখ্যা ৪৭ ছুঁয়েছে, উদ্ধারকারী দল মাটির তলা থেকে এখনও বার করে চলেছে লাশ।
গ্রামবাসীরা বলছেন, ঈশ্বররা তাঁদের ওপর কোনও কারণে অসন্তুষ্ট হয়েছেন, না হলে বারবার এক তারিখে এ ধরনের ঘটনা ঘটে না। আবার কারও কারও মতে, বিপর্যয়ের তারিখ এক হওয়া কাকতালীয় ছাড়া কিছু নয়। তবে সরকারের নজর দেওয়া উচিত, এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement