এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে ধস, মৃত এক সেনা আধিকারিক সহ এক পরিবারের চারজন
শ্রীনগর: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে গুরেজ সেক্টরে ধস। একই পরিবারের চার জনের মৃত্যু। এদিকে সোনমার্গের গান্দারবাল জেলায় সেনা ছাউনির কাছে ধসের জেরে নিখোঁজ হয়ে যান এক সেনা আধিকারিক, ধসের নীচে চাপা পরে আরও আট সেনা জওয়ান।এএনআই সূত্রে খবর, মেজর পদের ওই সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে । আহত আট সেনা জওয়ানকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
এদিকে গুরেজ সেক্টরের বাদুগাম গ্রামের তুলাইল এলাকায় অপর একটি ধস নেমেছে। ওই ধসের জেরে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মধ্যরাতে ওই ধসটি নামে। মেহরাজ-উদ্দীন-লোন নামে এক ব্যক্তির বাড়ি ধসের জেরে সম্পূর্ণ ভেঙে গেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মেহরাজের বাড়িতে সেইসময় ছিলেন মেহরাজ নিজে, তাঁর স্ত্রী আজিজি, ২২ বছরের ছেলে ইরফান এবং ১৯ বছরের মেয়ে গুলশান। লোনের অপর সন্তান রেয়াজ আহমেদকে কোনওক্রমে ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করে উদ্ধারকারী দল। প্রসঙ্গত, গতকালের বরফপাতের পর কাশ্মীর প্রশাসন উপত্যকার উঁচু এলাকায় ধসের সতর্কবার্তা জারি করেছিল। পাহাড় এবং পাহাড় লাগোয়া অঞ্চলে যাওয়া নিষেধ ছিল।Sonamarg (J&K) avalanche: One army officer martyred, 8 army men safely rescued.
— ANI (@ANI_news) January 25, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement