এক্সপ্লোর
'চিনা পণ্য ক্যানসারের মতো' বলছেন সোনাম ওয়াংচুক
'চিনা পণ্যকে ক্যানসারের মতো মনে করুন', ভারতকে বার্তা ইনঞ্জিয়ারিং ও শিক্ষাবিদ ও সোনাম ওয়াংচুকের। লাদাখে চিনের আগ্রাসনের পর দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের যে ডাক দেওয়া হয়েছে তার মধ্যে ওয়াংচুক অন্যতম।
!['চিনা পণ্য ক্যানসারের মতো' বলছেন সোনাম ওয়াংচুক Boycotting China like treating cancer, there'll be some pain initially: Wangchuk 'চিনা পণ্য ক্যানসারের মতো' বলছেন সোনাম ওয়াংচুক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/20184115/Untitled.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: 'চিনা পণ্যকে ক্যানসারের মতো মনে করুন', ভারতকে বার্তা ইনঞ্জিয়ারিং ও শিক্ষাবিদ ও সোনাম ওয়াংচুকের। লাদাখে চিনের আগ্রাসনের পর দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের যে ডাক দেওয়া হয়েছে তার মধ্যে ওয়াংচুক অন্যতম।
সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে লাদাখে চিনা হামলা সম্পর্কে কথা বলেছেন সোনাম ওয়াংচুক। লাদাখ হামলার তীব্র নিন্দা করেছেন তিনি এই ভিডিওয়। সেই সঙ্গে ভারতে ব্যবহার করা চিনের সমস্ত পণ্য দ্রব্য থেকে প্রকল্প বাতিলের কথা বলেছেন তিনি। চিনের অর্থনীতিকে কোণঠাসা করতেই এই পদক্ষেপের কথা বলেছেন তিনি।
ভিডিওতে তিনি বলেন, 'চিনের সমস্ত পণ্যদ্রব্য ও প্রকল্পকে আমাদের ক্যানসারের মতো মনে করে তার থেকে নিষ্কৃতি পেতে হবে। প্রথম কয়েক বছর তাতে কষ্ট হলেও ধীরে ধীরে চিনা পণ্য ছাড়াই জীবনধারন করা অভ্যাস হয়ে যাবে।' ওয়াংচুক এই বক্তৃতায় ভারতীয় দ্রব্যের উৎপাদন কমে আসা ও দেশবাসীর চাকরি হারানোর জন্যে দায়ী করেছেন চিনা পণ্যকেই।
প্রসঙ্গত, গালওয়ান উপত্যকায় চিন হামলার প্রতিবাদে চিনের সঙ্গে রেল ও টেলিকম চুক্তি বাতিল করেছে ভারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
হুগলি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)