মুম্বই বহুতল: আর ২০ মিনিট এদিক-ওদিক হলেই মরত ৫০ খুদে
মুম্বই: কপালজোরে বাঁচল অন্তত ৫০ খুদের প্রাণ। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের জে জে হাসপাতাল সংলগ্ন জনবহুল ভিন্ডিবাজার এলাকার পাকমোড়িয়া স্ট্রিটে অবস্থিত ওই পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে।
ওই বহুতলের একতলায় একটি প্লে-স্কুল রয়েছে। জানা গিয়েছে, এদিন স্কুল শুরু হওয়ার প্রায় মিনিট কুড়ি আগে ওই বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় একঝাঁক খুদের দল।
এক স্থানীয় বাসিন্দার ছেলে ওই স্কুলেই পড়ে। তিনি জানান, স্কুল শুরু হয় সকাল ৯টায়। প্রতিদিনের মতো, এদিনও স্কুলে নিজের ছেলেকে ছাড়তে এসেছিলেন। বহুতলের উল্টোদিকে পৌঁছনোমাত্রই দেখেন, বহুতলটি ভেঙে পড়ছে।
দমকলের এক আধিকারিক জানান, একটুর জন্য বড় প্রাণহানি ঘটেনি। তাঁর আশঙ্কা, বৃষ্টির ফলে, বহুতলের ভিত সম্ভবত নড়বড়ে হয়ে গিয়েছিল। যার ফলেই এই বিপত্তি ঘটেছে।
প্রসঙ্গত, খুদেদের প্রাণ বাঁচলেও, ওই আবাসনের বিভিন্ন তলায় বসবাসকারী বাসিন্দাদের ভাগ্য এতটা সুপ্রসন্ন ছিল না। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়েছেন ১৪ জন। আশঙ্কা, ৩০ জন এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন।