এক্সপ্লোর
উপত্যকার সন্ত্রাসে বিধ্বস্ত, প্রতিমুহূর্তে বিবেকের মৃত্যু হচ্ছে, তাই চাকরি থেকে ইস্তফা দিয়ে ভিডিও পোস্ট কাশ্মীর পুলিশের এক কর্মীর

শ্রীনগর: প্রতিদিন সন্ত্রাসে বিধ্বস্ত হচ্ছে জম্মু কাশ্মীর। সেই রক্তঝরা সন্ত্রাস দেখতে দেখতে কার্যত বিপর্যস্ত সেখানকার মানুষ। যাঁরা কাশ্মীরকে ভালবাসেন, তাঁরা প্রতিদিনের এই অশান্তি আর সহ্য করতে পারছেন না, ফেসবুকে কাশ্মীর পুলিশের পদ থেকে ইস্তফা দিয়ে দাবি এক পুলিশ কর্মীর। প্রসঙ্গত, সন্ত্রাস সহ্য করতে না পেরে জম্মু কাশ্মীর পুলিশের এক কন্সটেবল বাহিনী থেকে ইস্তফা দিয়েছেন। এবং নিজের পদত্যাগের পুরো কারণ ফেসবুকে একটি ভিডিও রেকর্ড করে পোস্টও করে দিয়েছেন। ওই পুলিশ কন্সটেবলের দাবি, কাশ্মীরের প্রতিদিনের রক্তপাত দেখে তাঁর বিবেকের মৃত্যু হচ্ছে। তিনি কিছুই করতে পারছেন, তাই তিনি পুলিশবাহিনী থেকে ইস্তফা দিলেন। ভিডিওটি পোস্ট করে ওই কন্সটেবল লিখেছেন, আমাকে আমার বিবেক প্রতিমুহূর্তে, প্রত্যেকদিন জিজ্ঞেস করে কাশ্মীরে এভাবে যে রক্ত ঝরছে, সেটা কি ভুল না ঠিক? একজন কাশ্মীরী হিসেবে তিনি কি করতে পারছেন? নিজেকে রইস হিসেবে পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি ফেসবুক ভিডিওতে। আপাতত ভিডিওর সত্যতা যাচাই করছে জম্মু-কাশ্মীর পুলিশ। এখানে রইল সেই ভিডিও, যেখানে রইস নামের সেই ব্যক্তি তাঁর পুলিশের কন্সটেবলের পদ থেকে পদত্যাগের পুরো কারণটা জানিয়েছেন।
রইস তাঁর ভিডিওতে বলেছেন, দীর্ঘ সাত বছর তিনি পুলিশে চাকরি করছেন। এখানে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রতীজ্ঞা করেন জনসেবা করার। তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করার। কিন্তু উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতিতে কার্যত সেখানে ঝড় উঠেছে। প্রতিদিন কাশ্মীরীদের মৃত্যু হচ্ছে, কেউ চোখ হারাচ্ছে, কাউকে জেলে পাঠানো হচ্ছে, কেউ বা গৃহবন্দি। তাঁর দাবি, পুরো সমস্যার কারণ, কাশ্মীরীরা নিজেদের অধিকার দাবি করছেন। তারপরই তিনি বলেন পাকিস্তানকে তিনি ভালবাসেন না, ভারতকে তিনি ঘৃণা করেন না। কিন্তু তিনি কাশ্মীরকে ভালবাসেন। আর প্রতিদিনের এই লড়াইয়ে ক্ষতি কাশ্মীরের হচ্ছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















