মুজফ্ফরপুর সরকারি হোমে ধর্ষণ-খুন: বিহার প্রশাসন চাইলে সিবিআই তদন্তের সুপারিশ, লোকসভায় জানালেন রাজনাথ
নয়াদিল্লি ও পটনা: বিহার সরকারের থেকে প্রস্তাব এলে মুজফ্ফরপুরের সরকারি হোমে মহিলা আবাসিকদের ধর্ষণ ও এক কিশোরীর হত্যার ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভাবনাচিন্তা করতে রাজি কেন্দ্র। এমনটাই জানালেন রাজনাথ সিংহ।
সরকারি হোমে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে এদিন উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিরোধী দলগুলি সিবিআই তদন্তের দাবি তোলে। কংগ্রেস নেতা রঞ্জিত রঞ্জন জানান, এই ঘটনায় সিবিআই তদন্ত অবশ্যই করা উচিত। জবাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজ্য সরকার থেকে সুপারিশ এলে, কেন্দ্র সিবিআই তদন্ত দেওয়ার চিন্তা করব। ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন রাজনাথ।
খবরে প্রকাশ, হোমের ৪৪ জন মহিলা আবাসিকদের মধ্যে অন্তত ২৯ জন যৌন অত্যাচারের শিকার হয়েছেন। নির্যাতিতাদের আরও অভিযোগ, একজনকে পিটিয়ে হত্যা করে, কাছে পুঁতে দেওয়া হয়। এই খবর প্রকাশিত হতেই তদন্ত শুরু করে পুলিশ। হোমের বিভিন্ন চত্বরে খোঁড়াখুঁড়ি শুরু করা হয়।
https://twitter.com/ANI/status/1021679594066178048লোকসভার পাশাপাশি, এই ঘটনা নিয়ে উত্তাল হয় রাজ্যসভাও। সেখানেও, সিবিআই তদন্তের দাবি করে আরজেডি। দলীয় সাংসদ মনোজ ঝা বিষয়টিকে হাড়-হিম করার মতো ঘটনা বলে উল্লেখ করে বলেন, হোম পরিচালনের চুক্তি একজনের নামে থাকলেও, আদতে তা পরিচালনা করে অন্যজন।
মুজফ্ফরপুরের ঘটনায় এদিন উত্তাল হয়ে ওঠ বিহার বিধানসভাও। এদিন সেখানে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। বিরোধী দলনেতা তেজস্বী যাদব অভিযোগ করেন, সরকার দোষীদের আড়াল করার চেষ্টা করছে। অভিযোগ খারিজ করেন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী।
এদিকে, এই ঘটনায় ১১ অভিযুক্তের মধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। ডিজি কে এস দ্বিবেদী বলেন, ৪২ জন মহিলার পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ২৯ জনের ওপর যৌন নিপীড়নের প্রমাণ মিলেছে।