এক্সপ্লোর
কয়লা কেলেঙ্কারি: প্রাক্তন সিবিআই প্রধান রঞ্জিত সিনহার বিরুদ্ধে তদন্তে সিট গঠন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: কয়লা ব্লক বণ্টন মামলায় প্রাক্তন সিবিআই প্রধান রঞ্জিত সিনহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ এই মর্মে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।এ জন্য সিবিআই ডিরেক্টরের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, কয়লা ব্লক বণ্টন নিয়ে চলা মামলায় সিবিআই-এর প্রাক্তন ডিরেক্টর এম এল শর্মা কমিটির রিপোর্ট ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে জমা পড়েছে। ওই রিপোর্টে অভিযুক্তদের রঞ্জিত সিনহা আড়াল করেছেন বলে উল্লেখ রয়েছে। আজ রিপোর্টটি বর্তমান সিবিআই প্রধানের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এম বি লোকুরের নেতৃত্বাধীন বেঞ্চ রঞ্জিত সিনহার বিরুদ্ধে তদন্তে সিবিআই ডিরেক্টর সুপ্রিম কোর্টকে জানিয়ে তাঁর পছন্দের দুই আধিকারিকের সাহায্য নিতে পারেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















