মধ্যপ্রদেশ: কৃষকদের পোশাক ছিঁড়ে, থানায় মারধর করেছে পুলিশ, দাবি কংগ্রেসের, খারিজ রাজ্যের
টিকামগড় (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশের টিকামগড়কে খরা-আক্রান্ত জেলা হিসেবে ঘোষণা করার দাবি নিয়ে প্রতিবাদরত কৃষকদের ওপর হামলা ও তাঁদের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলল কংগ্রেস।
প্রসঙ্গত, টিকামগড় কালেক্টরেটের বাইরে কৃষকদের একটি প্রতিবাদ-সভার আয়োজন করেছিল কংগ্রেস। তাদের দাবি, যেহেতু এবছর সেখানে ভীষণই সামান্য বৃষ্টি হয়েছে, তাই তাকে খরা-বিধ্বস্ত ঘোষণা করা হোক।
কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী যাদবেন্দ্র সিংহের অভিযোগ, কয়েকজন প্রতিবাদী যখন ফিরে যাচ্ছিলেন, পুলিশ তাঁদের আটক করে। একইসঙ্গে, কয়েকজন কৃষকদেও আটক করা হয়।
যাদবেন্দ্রর দাবি, তাঁদের সকলকে দেহাত পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বেদম মারধর করা হয়। এমনকী, পোশাক ছিঁড়ে দেওয়া হয়। তিনি বলেন, মধ্যপ্রদেশ সরকার এভাবেই কৃষকদের কণ্ঠরোধ করতে চাইছে।
যদিও, যাবতীয় অভিযোগ খারিজ করেছে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিংহের পাল্চটা দাবি, কাউকে থানায় মারধর করা হয়নি। তবে, একইসঙ্গে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
ভূপেন্দ্র বলেন, মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান ঘটনার গুরুত্ব সহকারে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। খোদ ডিজি-র নেতৃত্বে বিষয়টির তদন্ত হচ্ছে। কৃষকদের মারধর করার অভিযোগ অস্বীকার করেন টিকামগড়ের ডিস্ট্রিক্ট কালেক্টর অভিজিৎ অগ্রবাল।