এক্সপ্লোর
কাল প্রথম দফার ভোট, নির্বাচনী ইস্তাহার প্রকাশ বিজেপি-র, কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি

আমদাবাদ: গুজরাতে আগামীকাল প্রথম দফার ভোট। তার আগের দিন বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে কৃষকদের আয় বাড়িয়ে দ্বিগুণ করার প্রতিশ্রুতি বিজেপির। দলের গুজরাত শাখার ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ইস্তাহার প্রকাশ করে বলেন, বিজেপি শাসনে রাজ্যে ১০ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি ধরে রেখে আরও বাড়ানোর যে প্রস্তাব দল নিয়েছিল, তার ভিত্তিতেই এটি তৈরি করা হয়েছে। ২০১২-র বিধানসভা নির্বাচনে তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে ৫ বছরে ৫০ লক্ষ বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। এবার তেমন কোনও চটকদার ঘোষণা নেই। তাতে সার্বিক উন্নয়নের কথা বলা হয়েছে, যদিও বিস্তারিত আলোচনা করা হয়নি এ নিয়ে। তবে কম দামে সার, বীজ সরবরাহ, আরও উন্নত সেচ ব্যবস্থা, সঠিক ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), খাদ্য প্রক্রিয়াকরণের পদক্ষেপের মাধ্যমে কৃষকের আয় দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিধবাদের পেনশন নিয়মিত বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে ইস্তাহারে। বলা হয়েছে, বিজেপি সরকার গড়লে শিক্ষার মান উন্নত করায় জোর দেবে, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়া হবে। গুজরাতকে মশা-মাছি, পোকামাকড় বাহিত রোগমু্ক্ত রাজ্য করে তোলা হবে, জেনেরিক ওষুধের দোকান খোলা হবে, চালু হবে মোবাইল ক্লিনিক, পরীক্ষাগার। ইস্তাহারে বিজেপি গুজরাতের গ্রামগুলিকে স্মার্ট গ্রামে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে। গরিবদের জন্য হবে পাকা বাড়ি। গ্রামে গ্রামে সব বাড়িতে তৈরি হবে শৌচাগার। পাশাপাশি শহরের জন্য বিজেপির প্রতিশ্রুতি, স্মার্ট সিটি প্রকল্প চালু হবে, মাল্টি লেভেল পার্কিং লট তৈরি হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















