এক্সপ্লোর
মহিলা সহকর্মীর সামনে হস্তমৈথুন, সাসপেন্ড দিল্লির পুলিশ কর্মী
![মহিলা সহকর্মীর সামনে হস্তমৈথুন, সাসপেন্ড দিল্লির পুলিশ কর্মী Delhi Cops Suspended For Masturbating In Front Of Female Constable মহিলা সহকর্মীর সামনে হস্তমৈথুন, সাসপেন্ড দিল্লির পুলিশ কর্মী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/15115026/119153705-Delhi-Police_6-580x390.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
নয়াদিল্লি: মহিলাদের প্রতি কোনও কোনও পুরুষের অভব্য আচরণ এ দেশে নতুন নয়। এই সমস্যার মুখে যদি রক্ষকই ভক্ষক হয়, তাহলে তা আরও উদ্বেগের। এমনই একটি ঘটনা ঘটল খোদ রাজধানীতে। মহিলা সহকর্মীর সামনে মত্ত অবস্থায় হস্তমৈথুন করে সাসপেন্ড হলেন দিল্লির এক পুলিশ কর্মী। পুলিশ ট্রেনিং কলেজে এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, এর আগেও অভিযুক্ত দুই মহিলা কনস্টেবলের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন।তাঁদের শরীরে অশালীনভাবে হাত দিয়েছিলেন অভিযুক্ত। দুই মহিলা কনস্টেবল অভিযুক্ত ক্ষমা না চাইলে পুরো ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন।
কিন্তু এরপরও কোনও শিক্ষা নেননি অভিযুক্ত পুলিশ কর্মী। এবার অন্য এক মহিলা কনস্টেবলের সামনে পোশাক খুলে হস্তমৈথুন শুরু করেন। ওই মহিলা কনস্টেবল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই সাসপেন্ড করা হয় ওই পুলিশ কর্মীকে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েকদিন আগেই এক জার্মান মহিলার সামনে হস্তমৈথুন করার অভিযোগে দিল্লিতেই গ্রেফতার হয়েছিল ৩২ বছরের এক যুবক। ওই জার্মান মহিলা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র ছাত্রী। ৩৩ বছরের মহিলা গ্রেটার কৈলাশ-২ তে পোষা কুকুরকে নিয়ে বেড়ানোর সময় ওই ঘটনা ঘটেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)