এক্সপ্লোর
দিল্লিতে জলের ট্যাঙ্কে পড়ে মারা গেল ৩ বছরের শিশু

নয়াদিল্লি: সঙ্গমবিহার এলাকায় ট্যাঙ্কে পড়ে বেঘোরে মারা পড়ল ৩ বছরের এক বালিকা। খেলতে খেলতে খোলা ওই জলের ট্যাঙ্কে পড়ে যায় সে। ৩ বছরের ওই শিশুর নাম আলফিয়া। গতকাল দুপুরে দিদিমার বাড়িতে খেলতে খেলতে প্রতিবেশীর বাড়ি চলে গিয়েছিল সে। ওই এলাকায় প্রত্যেকের বাড়িতে জলের জন্য আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক রয়েছে। আলফিয়া যখন প্রতিবেশীদের বাড়ি যায়, তখন তাদের ট্যাঙ্কের ঢাকনা খোলা ছিল। দুর্ঘটনার সময় কেউ ছিল না ঘরে।
অনেকক্ষণ কেটে গেলেও মেয়েটি না ফেরায় বাড়ির লোক খোঁজখবর শুরু করেন। চারদিকে খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তার দেহ।
অনেকক্ষণ কেটে গেলেও মেয়েটি না ফেরায় বাড়ির লোক খোঁজখবর শুরু করেন। চারদিকে খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তার দেহ। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















