এক্সপ্লোর
Advertisement
টিভিতে সাক্ষাৎকার দেওয়া নিয়ে রাহুলকে পাঠানো নোটিশ প্রত্যাহার করল নির্বাচন কমিশন
নয়াদিল্লি: গুজরাতে ভোট চলাকালীন কয়েকটি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জেরে রাহুল গাঁধীকে পাঠানো কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, যে নির্বাচনী আইনে ওই নোটিশ পাঠানো হয় তা খতিয়ে দেখা হবে।
নির্বাচনী আইন ও আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে ১৩ তারিখ নির্বাচন কমিশন কংগ্রেসের নব নির্বাচিত সভাপতিকে শোকজ নোটিশ পাঠায়। তা নিয়ে জলঘোলা কম হয়নি। কংগ্রেস অভিযোগ করে, বিজেপির চাপেই ওই নোটিশ পাঠিয়েছে কমিশন, তারা বিজেপির হয়ে কাজ করছে। তাদের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তো ভোট দিতে এসে কার্যত রোড শো করেন, তাহলে তাঁকে কেন রীতিভঙ্গের নোটিশ পাঠানো হল না। যদিও সব অভিযোগই উড়িয়ে দেয় বিজেপি।
তবে এখন রাহুল ও কংগ্রেসকে স্বস্তি দিয়ে সেই নোটিশ ফিরিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। তারা বলেছে, বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে ১৯৫১ সালের ওই আইন খতিয়ে দেখা হবে। এ জন্য একটি প্যানেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ সংক্রান্ত আইনে যা বলা হয়েছে, তাতে সংশোধনের প্রস্তাব দেবে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement