এক্সপ্লোর
নোট বাতিলের পর কিনেছেন ২৫৮ কেজি সোনা, গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী

মুম্বই: গত বছরের ৮ নভেম্বর ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল হওয়ার পর একমাসের মধ্যে ২৫৮ কেজি সোনা কেনার অভিযোগে মুম্বইয়ের এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। চন্দ্রকান্ত নরসিদাস পটেল নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এক ইডি আধিকারিক। তিনি আরও বলেছেন, চন্দ্রকান্তই অর্থপাচার চক্রের মাথা। তাঁকে আগামীকাল মুম্বইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে। তাঁর বিরুদ্ধে অর্থপাচারের মামলা দায়ের করা হয়েছে। ইডি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নোট বাতিলের পর ৪১ দিনের মধ্যে মেসার্স পিহু গোল্ড ও মেসার্স সতনাম জুয়েলার্স সংস্থার অ্যাকাউন্টে ৮৪.৫ কোটি টাকা জমা দেওয়া হয়। পরে সেই টাকা চন্দ্রকান্তর সংস্থা মেসার্স পুষ্পক বুলিয়নস প্রাইভেট লিমিটেড সংস্থার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। সেই টাকা দিয়েই ২৫৮ কেজি সোনা কেনা হয়। সংশ্লিষ্ট ব্যাঙ্ক ইতিমধ্যেই পুষ্পক বুলিয়নের অ্যাকাউন্টকে নন-পারফর্মিং অ্যাসেট হিসেবে ঘোষণা করেছে। প্রাথমিক তদন্তে লেনদেনে অসঙ্গতির ইঙ্গিত মিলেছে। সেই কারণেই চন্দ্রকান্তকে গ্রেফতার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















