এক্সপ্লোর
Advertisement
লক্ষ্য ২০১৯-র লোকসভা ভোট, দলিতের বাড়িতে নৈশভোজ যোগী আদিত্যনাথের
লখনউ: দেশজুড়ে দলিতদের বিক্ষোভ চিন্তার ভাঁজ ফেলেছে বিজেপির কপালে। এই অবস্থায় দলিতদের মন জয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দলের নেতৃত্ব। আগামী বছরের লোকসভা ভোটের কথা মাথায় রেখে গতকাল রাতে প্রতাপগড়ে 'চৌপাল' করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর এক দলিতের বাড়িতে নৈশভোজও সারলেন তিনি।
গতকাল কান্ধাইপুর মাধুপুর গ্রামে 'চৌপাল' (গ্রামবাসীদের সঙ্গে বৈঠক) করলেন যোগী। সেখানে স্থানীয়দের সমস্যার কথা মন দিয়ে শোনেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুফল যাঁদের পাওয়ার কথা, তাঁদের সকলের কাছে পৌঁছনো দরকার। সাধারণ মানুষের সমস্যার প্রতিকারের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে যোগী বলেছেন, এ ব্যাপারে বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না।
যোগী গ্রামবাসীদের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে গ্রামবাসীদের জানান। 'গ্রাম স্বরাজ অভিযানে'র আওতায় বিভিন্ন প্রকল্পের রূপায়ণের বিষয়টি নিয়েও গ্রামবাসীদের কাছ থেকে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।
এরপর দয়ারাম সরোজ নামে এক দলিতের বাড়ির মেঝেয় বসে অন্যান্যদের সঙ্গে নৈশভোজ সারেন।
২৬ এপ্রিল তিনি দলিত অধ্যুষিত হাসানপুর গ্রামে গিয়ে জনসভা করবেন, রাতটা সেখানেই কাটাবেন, বাসিন্দাদের সমস্যা, অভিযোগ শুনবেন বলে জানান উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement