Farmer Protest Live: কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঘিরে ধুন্ধুমারের পর লালকেল্লা চত্বরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল, খতিয়ে দেখলেন ক্ষতির পরিমাণ

প্রজাতন্ত্র দিবসে মোদি সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঢুকে পড়ে লালকেল্লায়।কার্যত বিনা বাধায়, প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলনের জায়গায় লাগানো হয় কৃষক সংগঠনের ঝান্ডা। পরে সেখানে পৌঁছে কৃষকদের সরায় পুলিশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Jan 2021 01:51 PM
হামলায় ব্যাপক ক্ষতি লালকেল্লা চত্বরে। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখলেন সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল। সন্ধের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পেশের নির্দেশ।
দিল্লিতে গতকালের হিংসায় আহত ৩০০-র বেশি পুলিশকর্মী। লালকেল্লার সুরক্ষায় মোতায়েন ১৫ কোম্পানি অতিরিক্ত সিআরপিএফ। গতকালের ঘটনায় ২২টি মামলা রুজু।
‘দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলেন পর এত হিংসাত্মক চেহারা নিল কেন? এর নেপথ্যে নিশ্চয় কোনও কারণ আছে। সরকারের তদন্ত করে দেখা উচিত,’ দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র্যারলি ঘিরে ধুন্ধুমারের ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
ট্রাক্টর মার্চের পর রাজধানীর বিভিন্ন রাস্তায় ভয়ঙ্কর যানজট। দেখুন ছবি।
প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হিংসার ঘটনায় আজ সাংবাদিকদের বিবৃতি দিতে পারে দিল্লি পুলিশ
দিল্লি পুলিশের দাবি, গতকাল অতিরিক্ত ডিসিপি সেন্ট্রালের অপারেটরকে তরোয়াল দিয়ে আক্রমণ করা হয়।
প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঘিরে ধুন্ধুমারের পর বাড়ানো হয়েছে দিল্লির নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে ১৫ কোম্পানি সিআরপিএফ। লালকেল্লা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। দিল্লি পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে। কৃষকদের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত হয়েছেন ৮৬ জন পুলিশকর্মী। অশান্তি ঠেকাতে সিঙ্ঘু, টিকরি, গাজিপুর-সহ দিল্লির ৫টি সীমানায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হিংসার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে সংযুক্ত কিষাণ মোর্চা।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঘিরে ধুন্ধুমারের পর বাড়ানো হয়েছে দিল্লির নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে ১৫ কোম্পানি সিআরপিএফ। লালকেল্লা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। অশান্তি রুখতে লাল কেল্লা  মেট্রো স্টেশনের ঢোকা ও বেরনোর গেট বন্ধ রাখা হয়েছে। জামা মসজিদ মেট্রো স্টেশনের গেটও বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে। 

দিল্লি পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে। কৃষকদের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত হয়েছেন ৮৬ জন পুলিশকর্মী।

অশান্তি ঠেকাতে সিঙ্ঘু, টিকরি, গাজিপুর-সহ দিল্লির ৫টি সীমানায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হিংসার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে সংযুক্ত কিষাণ মোর্চা।

মোদি সরকারের তিনটি কৃষি প্রত্যাহারের দাবিতে, প্রজাতন্ত্র দিবসে এমনই রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। রাজধানীর রাস্তা দিয়ে ঝড়ের বেগে ছুটল একের পর এক ট্র্যাক্টর। মিছিলের চাপে ভেঙে পড়ল পুলিশের ব্যারিকেড। কোথাও পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। কোথাও লাঠিবৃষ্টি করে পুলিশ। কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার সকাল দশটা থেকে। সকাল আটটা নাগাদই
সিংঘু, টিকরি, গাজিপুরের দিক থেকে কৃষকরা ট্র্যাক্টর নিয়ে দিল্লির দিকে এগোতে শুরু করে। শুধু ট্র্যাক্টরই নয়, আন্দোলনকারীদের অনেকে ছিলেন ঘোড়ার পিঠে।

দিল্লি পুলিশের দাবি, আন্দোলনকারীদের আউটার রিং রোডে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু, তারা নির্ধারিত রুট ভেঙে আউটার রিং রোড দিয়ে দিল্লিতে ঢুকে পড়ে। একের পর এক জায়গায় তৈরি হয় রণক্ষেত্র পরিস্থিতি। দিল্লির ITO এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে পড়ে।

স্বাধীনতা দিবসে লালকেল্লার যে জায়গায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তোলেন, প্রজাতন্ত্র দিবসের সকালে সেই খুঁটিতে চড়ে কৃষক সংগঠনের ঝান্ডা লাগিয়ে দেন হরিয়ানা-পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্য থেকে আসা বিক্ষোভকারী কৃষকেরা।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর , এক বিক্ষোভরত কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চলাকালীন ট্র্যাক্টরটি উল্টে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে কৃষকদের অভিযোগ, দীনদয়াল উপাধ্যায় মার্গে ঢোকার মুখে তাঁদের পথ আটকায় পুলিশ। এমনকি গুলিও চালানো হয় বলে অভিযোগ। বিক্ষুব্ধদের দাবি, ট্র্যাক্টরটিতে সেই গুলি এসে লাগে। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্র্যাক্টরটি। তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় ওই কৃষকের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.