এক্সপ্লোর
Advertisement
গুরুগ্রামে ৫ মাস ধরে নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন বাবার, সৎ মায়ের অভিযোগে গ্রেফতার
চণ্ডীগড়: অনেক সময় সৎ মায়ের বিরুদ্ধে শিশুদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে। কিন্তু গুরুগ্রামের মানেসরে দেখা গেল উল্টো ছব। ১২ বছরের মেয়ের উপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন দ্বিতীয় স্ত্রী, যিনি মেয়েটির সৎ মা।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি পতৌদি অঞ্চলে একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। তাঁর প্রথম স্ত্রীর দুই সন্তান আছে। তার মধ্যে নির্যাতিতা মেয়েটি বড়। দ্বিতীয় স্ত্রীর আরও দুই সন্তান আছে। অভিযুক্ত ব্যক্তি পাঁচ মাস ধরে মেয়ের উপর যৌন নির্যাতন চালাচ্ছিলেন। তিনি মেয়েকে বুঝিয়েছিলেন, এটা স্বাভাবিক ঘটনা। সব বাবাই মেয়ের সঙ্গে এরকম করে থাকে। বুধবার মেয়েটির সৎ মা কাজ থেকে অন্যদিনের তুলনায় আগে চলে এসে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন। তিনি সৎ মেয়ের পাশে দাঁড়ান এবং পুলিশে খবর দেন।
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। সে জানিয়েছে, কাউকে এই ঘটনার কথা জানালে ফল ভাল হবে না বলে শাসিয়েছিলেন বাবা। সেই ভয়ে সে এতদিন মুখ খোলেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement