এক্সপ্লোর
শুধু মহিলা পরিচালিত; ডানা মেলল বিশ্বের প্রথম অল উওমেন ক্রু এয়ার ইন্ডিয়া উড়ান

নয়াদিল্লি: বিশ্বের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত যাত্রীবাহী বিমান। এয়ার ইন্ডিয়ার এই বিমান সোমবার নয়াদিল্লি থেকে রওনা দেয় আমেরিকার সান ফ্রান্সিসকোর দিকে। শুক্রবার তা আবার দিল্লির মাটি ছুঁয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এটাই বিশ্বের প্রথম মহিলা পরিচালিত যাত্রীবাহী উড়ান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এই মর্মে আবেদনও করেছে তারা।
World Record Alert!!! @airindiain #sfo pic.twitter.com/dMHgyjhPFn
— flySFO (@flySFO) February 27, 2017
চেক ইন, গ্রাউন্ড হ্যান্ডলিং স্টাফ, বিমানকে উড়ানযোগ্য সার্টিফিকেট দেওয়া ইঞ্জিনিয়ারের দল, এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা- সকলে ছিলেন মহিলা। বোইং ৭৭৭ বিমানটি প্রশান্ত মহাসাগর পেরিয়ে আমেরিকা পৌঁছয়। ফেরার সময় পার করে আটলান্টিক মহাসাগর। সব মিলিয়ে গোটা বিশ্ব পাক খেয়েছে সে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আরও কয়েকটি পুরোপুরি মহিলা পরিচালিত আন্তর্জাতিক উড়ান ডানা মেলবে আকাশে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















