রাহুলের গাড়িতে হামলা: মোদী, অমিত শাহকে চুড়ি পাঠানোর সিদ্ধান্ত গোয়া মহিলা কংগ্রেসের

পানাজি: গুজরাতে রাহুল গাঁধীর গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর কাছে চুড়ি পাঠানোর সিদ্ধান্ত নিলেন গোয়া মহিলা কংগ্রেসের সদস্যরা।
শুক্রবার, গুজরাতের বন্যা-কবলিত জেলা পরিদর্শনে গিয়েছিলেন কংগ্রেস সহ-সভাপতি। বানসকান্ঠায় তাঁর গাড়ি লক্ষ্য করে কংক্রিকেট চাঙড় ছোঁড়া হয়। ভেঙে যায় রাহুল গাঁধীর গাড়ির পেছনের কাচ।
এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম জয়েশ দরজি ওরফে অনিল রাঠৌড়। কংগ্রেস নেতাদের দাবি, ওই ব্যক্তি বিজেপির যুব শাখার দফতরের কর্মী।
এই প্রক্ষেতি গোয়া প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী প্রতীমা কুটিনহো বলেন, আমরা নিজেদের বাড়ি থেকে চুড়ি একত্র করে তা বাক্সে পুরে প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতি এবং হামলাকারী ব্যক্তির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, যে ব্যক্তি বন্যা-পীড়িতদের সমবেদনা জানাতে গেলেন, তাঁর গাড়িতে হপাথর ছুঁড়ে হামলা চালানো হল কাপুরুষোচিত আচরণ। তিনি যোগ করেন, ভারত গণতান্ত্রিক দেশ। সেখানে যে কেউ যে কোনও জায়গায় নির্ভয়ে যেতে পারেন।
কুটিনহোর কটাক্ষ, বিজেপির মনে রাখা উচিত, যে পরিবার দেশের জন্য নিজেদের প্রাণের বলি চড়িয়েছেন, তাঁরা এধরনের হামলায় ভয় পাবেন না।
প্রসঙ্গত, হামলায় রাহুলের কোনও আঘাত না লাগলেও, তাঁর নিরাপত্তারক্ষীরা অল্পবিস্তর আহত হন।






















