এক্সপ্লোর
পাকিস্তানে গিয়ে কাজকর্ম করুন, সলমনকে ‘উপদেশ’ রাজ ঠাকরের

মুম্বই: ভারতীয় সেনাদের সঙ্গে পাকিস্তানের কোনও ব্যক্তিগত দুশমনি নেই। যে বুলেট রোজ তাঁদের গায়ে বেঁধে, তা 'ফিল্মি' নয়। সিনেমায় তো সলমনের গায়ে বুলেট লাগার পর তিনি উঠে দাঁড়ান। এতই যদি তাঁর পাকিস্তানের প্রতি দরদ, তাহলে সেখানে গিয়েই তিনি কাজকর্মের চেষ্টা করুন। পাক চিত্রশিল্পীদের হয়ে সলমন খান মুখ খোলায় বললেন রাজ ঠাকরে। নিজের কার্টুনিস্ট পরিচয়ের উল্লেখ করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধানের বক্তব্য, তিনি নিজেও একজন শিল্পী। শিল্পীরা আকাশ থেকে পড়েন না। পাক শিল্পীরা উরি সন্ত্রাসের নিন্দা করতেও অস্বীকার করেছেন। তাহলে আমাদের শিল্পীরা তাঁদের হয়ে মুখ খুলবেন কেন? রাজ আরও বলেছেন, শিল্পীদের বোঝা উচিত, দেশ সব কিছুর আগে। শিল্পীরা সমাজের থেকে আলাদা নন। এ দেশে কি প্রতিভার কম পড়েছে? যাঁরা এ দেশে থেকে পাক শিল্পীদের গুণ গাইছেন, এমএনএস তাঁদের বিরোধিতা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাক শিল্পীরা জঙ্গি নন বলে যে প্রচার চলছে, তারও বিরোধিতা করেছেন এমএনএস প্রধান। তাঁর কথায়, ফাওয়াদ খানরা ব্যক্তিগতভাবে ভাল না খারাপ, তাতে তাঁর কিছু যায় আসে না। পাকিস্তান থেকে জঙ্গিরা এসে ভারতীয়দের খুন করছে, এটাই একমাত্র সত্য। বলিউড শুধু ব্যবসা বোঝে বলেও মন্তব্য করেছেন তিনি। রাজের বক্তব্য, আজ যদি ভারতীয় সেনারা অস্ত্র নামিয়ে রেখে গুলাম আলির কনসার্ট শুনতে যান, তাহলে কী হবে। সৈন্যরা আমাদের বাড়ির চাকরবাকর নন, আমাদের রক্ষা করছেন তাঁরা। ঘটনা হল, সলমনের সঙ্গে রাজ ঠাকরের ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভাল। সলমনের বাড়িতে গণপতি পুজোয় প্রতি বছর যোগ দেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















