জিএসটি: পণ্যের দাম, যোগানের ওপর নজর রাখছে কেন্দ্র, দেশজুড়ে নিয়োগ ২০০-র বেশি নোডাল অফিসার
নয়াদিল্লি: জিএসটি-র বাস্তবায়নে কোনও বাধা আসছে কি না, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম ও যোগান ঠিকমতো হচ্ছে কি না, তার ওপর নজর রাখছে কেন্দ্র। এর জন্য দেশজুড়ে নোডাল অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, জিএসটি বা পণ্য পরিষেবা কর সংক্রান্ত বহু ‘ভুল ধারনা’-র ওপর থেকে পর্দা সরাতে গিয়ে কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আঢিয়া জানান, জাতীয় বিক্রয় করের (জিএসটি) ক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের বিল দেওয়ার প্রয়োজন নেই। কারণ, তাঁরা একটি নির্দিষ্ট করের আওতায় রয়েছেন।
আঢিয়া জানান, শুধু জিএসটি চালু করাই নয়, তার বাস্তবায়ন যথাযথ হচ্ছে কি না, তার ওপরও নজর রেখেছে কেন্দ্র। এর জন্য দেশের সবকটি জেলাকে একত্রিত করে তাকে ১৬৬টি ক্লাস্টারে বিভক্ত করা হয়েছে। সেখানে জিএসটি-র বাস্তবায়নের ওপর নজরদারি চালাতে নিযুক্ত করা হয়েছে ২০১ সিনিয়র কেন্দ্রীয় সরকারি অফিসারকে।
আঢিয়া জানান, ওই নোডাল অফিসারদের কাজ হবে, প্রত্যেক রাজ্যের প্রত্যেক জেলার ওপর নজরদারি চালানো। জিএসটি-র ফলে কোনও গ্রাহক অসুবিধায় পড়লে তার সমাধানসূত্র বের করতে সাহায্য করবেন ওই আধিকারিকরা।
যেমন—ব্যবসায়ীদের নথিভুক্তিকরণ, দোকানে দোকানে জিএসটি রেট-চার্ট টাঙানো, সচেতনতা শিবির, প্রচার, জিএসটি-র কার্যপ্রক্রিয়া বোঝানো, দোকানে সঠিক বিল তৈরিতে জোর ইত্যাদিতে সহায়তা করবেন ওই নোডাল অফিসাররা।
পাশাপাশি, গ্রাহকের থেকে পাওয়া প্রতিক্রিয়া প্রতিদিন পাঠাতে হবে কেন্দ্রে। কল সেন্টার, ওয়েব পোর্টাল, ভিডিও কনফারেন্স বা সোশ্যাল মিডিয়ার মারফৎ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখবেন নোডাল অফিসাররা।
আঢিয়া জানান, ইতিমধ্যেই ওই অফিসারদের তাঁদের সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্ব নেওয়ার জন্য নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক ক্লাস্টারের দায়িত্বে রয়েছেন ন্যূনতম যুগ্মসচিব পর্যায়ের আধিকারিক।
এতো গেল রাজ্যস্তরে নজরদারির কথা। এদিন আঢিয়া যোগ করেন, কেন্দ্রীয় স্তরেও জিএসটি-র ওপর নজর রাখা হচ্ছে। এর জন্য ১৫ শীর্ষ সচিবকে নিয়ে গঠন করা হয়েছে একটি কেন্দ্রীয় নজরদারি কমিটি। ওই কমিটি প্রতি মঙ্গলবার বৈঠকে বসে জিএসটি সংক্রান্ত বিভিন্ন ইস্যুর ওপর নজর রাখবেন।
১ জুলাই জিএসটি বা পণ্য পরিষেবা কর চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তা বাস্তবায়নের পথে কোনও সমস্যার কথা সামনে আসেনি। তিনি বলেন, আমরা বিভিন্ন পণ্যসামগ্রীর দাম ও তার যোগানের ওপর নজর রাখছি।