এক্সপ্লোর
Advertisement
তিন তালাক রোধে খসড়া অনুমোদনের আগে আলোচনা করা উচিত ছিল কেন্দ্রের, বলল মুসলিম পার্সনাল ল বোর্ড
লখনউ: গতকাল কেন্দ্র তাত্ক্ষনিক তিন তালাক বেআইনি গণ্য করতে যে খসড়া আইনে সম্মতি দিয়েছে, সে ব্যাপারে আপত্তি জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। ওই খসড়ায় সুপারিশ করা হয়েছে, স্ত্রীকে তাত্ক্ষনিক তিন তালাক দেওয়া দোষী স্বামী তিন বছরের কারাবাসের সাজা পাবেন, জরিমানাও হবে তাঁর। কিন্তু মুসলিম সংগঠনটির মুখপাত্র মৌলানা সাজ্জাদ নোমানির মত, কেন্দ্রের উচিত ছিল ওই খসড়ায় অনুমোদন দেওয়ার আগে মুসলিম সম্প্রদায় ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা। তিনি বলেন, আমরা গণতন্ত্রে বাস করি যেহেতু, আমাদেরও মতামত জানানোর সুযোগ থাকা উচিত ছিল। তিন তালাক প্রথার ইতি চাই আমরাও। সরকার সত্যিই এই প্রথা বন্ধ করতে চাইলে ইসলামিক পদ্ধতিতে সেটা করাই বেশি গ্রহণযোগ্য হবে, জোর করে আইন চাপিয়ে দেওয়া ঠিক নয়।
অল ইন্ডিয়া মুসলিম উইমেন পার্সনাল ল বোর্ডের সভানেত্রী শাইস্তা অম্বরের বক্তব্য, খসড়াটি তৈরির সময় কেন্দ্র মুসলিম সংগঠনগুলির সঙ্গে আলোচনা করেনি। সুপ্রিম কোর্টে কোরানের আলোতেই তিন তালাক নিষিদ্ধ করেছে। সুতরাং নতুন যে কোনও আইনই তৈরি করতে হবে কোরানের আলোকেই। নইলে কোনও মুসলিম মহিলা তা মানবেন না।
মুসলিম উইমেন লিগের সভানেত্রী নাইসা হাসান বলেন, খসড়া বিলে সবুজ সঙ্কেত দেওয়ার আগে কেন্দ্রের লোকজনের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। বিলে এমন ব্যবস্থা থাকা উচিত যাতে যে পুরুষ তিন তালাক দেবে, তাকে সঙ্গে সঙ্গে জেলে পাঠানো হবে না, একটা আপস-রফার রাস্তা যেন খোলা থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement