(Source: ECI/ABP News/ABP Majha)
প্রতিমাসে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির নির্দেশিকা প্রত্যাহার কেন্দ্রের
নয়াদিল্লি: উজ্জ্বলা প্রকল্পের ‘পরিপন্থী’, তাই প্রতিমাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ৪ টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত ফিরিয়ে নিল কেন্দ্র।
ভর্তুকি পুরোপুরি তুলে দিতে ২০১৬ সালের জুন মাস থেকে প্রতিমাসে রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য বাড়াতে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল মোদী সরকার।
সেই অনুযায়ী, গত বছরের জুলাই মাস থেকে তেল সংস্থাগুলি ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি ২ টাকা (ভ্যাট বাদ দিয়ে) প্রতিমাসে বৃদ্ধি করতে থাকে। সেই থেকে মোট ১০ বার দাম বৃদ্ধি করা হয়েছে।
এরপর চলতি বছরের মার্চ মাসে নতুন নির্দেশিকা জারি করে বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করার নির্দেশ দেয় কেন্দ্র। ফলত, গত জুন মাস থেকে তেল সংস্থাগুলি সিলিন্ডার প্রতি চার টাকা করে বৃদ্ধি করতে থাকে।
কেন্দ্রীয় সূত্রের খবর, গত অক্টোবর মাসে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়। ফলত, তখন থেকেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম রান্নার গ্যাসের দাম বাড়ায়নি।
কেন্দ্রীয় সূত্রের মতে, কেন্দ্রের মনে হয়েছে, প্রতিমাসে রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির ফলে ব্যবহারকারীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। কারণ, একদিকে তারা গরিব মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দিতে উদ্যোগ নিচ্ছে।
অন্যদিকে, প্রতিমাসে গ্যাসের দাম বৃদ্ধি করছে। এই দুই সিদ্ধান্ত পারস্পর-বিরোধী বলে মনে করছে কেন্দ্র। বিশ্লেষণের পরই নির্দেশিকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
প্রসঙ্গত, গত ১৭ মাসে ১৯ কিস্তিতে রান্নার গ্যাসের দাম মোট ৭৬.৫০ টাকা বেড়েছে। ২০১৬ সালের জুন মাসে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ছিল ৪১৯.১৮ টাকা। গত নভেম্বর মাসে তা হয় ৪৯৫.৬৯ টাকা।
দেশে ভর্তুকির আওতায় থাকা রান্নার গ্যাস ব্যবহারকারীর সংখ্যা ১৮.১১ কোটি। এর মধ্যে ৩ কোটি গরিব মহিলারা রয়েছেন—যাঁদের গত এক বছরে নিখরচায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের সংযোগ দিয়েছে মোদী প্রশাসন।