এক্সপ্লোর
Advertisement
ভোটের ফলে ইঙ্গিত গুজরাতের মানুষ বিজেপির ওপর খুশি নয়: সঞ্জয় রাউত
মুম্বই: গুজরাতে বিধানসভা ভোটে জিতে উপর্যুপরি ছয়বার সরকার গড়তে চলেছে বিজেপি। তবে এবার বিরোধী দলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে। ভোটের ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় শরিক শিবসেনা বলেছে, গুজরাতে মানুষ বিজেপির ওপর খুশি নয়। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, ‘বহুল প্রচারিত গুজরাত মডেলের কথা বলে আমরা ক্ষমতায় এসেছিলাম। যদি গুজরাতের মানুষই বিজেপির প্রতি খুশি না হয়, তাহলে তাদের মানসিকতার কথা বুঝতে হবে, বুঝতে হবে দেশের মানুষের অনুভূতি কেমন। বিজেপিকে গুজরাতের মানুষের মনোভাব বুঝতে হবে। কারণ, তারা সন্তুষ্ট নয়।
শিবসেনার রাজ্যসভা সাংসদ আরও বলেছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কোনও একটি ইস্যুতেও সফল নয়- তা নিরাপত্তা, কাশ্মীর, পাকিস্তান, নোট বাতিল, কর্মসংস্থানহীনতা বা কৃষকদের আত্মহত্যা-যাই হোক না কেন’।
গুজরাতের ফলাফলে তিনি এটাই দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন সঞ্জয় রাউত।
শিবসেনার এই সাংসদ যখন এই কথা বলছেন তখন দলের পক্ষ থেকে আগেই গুজরাত নির্বাচনে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ভূমিকার ভূয়সী প্রসংশা করেছে। রাহুল ফলের কথা না ভেবে গুজরাতের ভোটযুদ্ধে লড়েছেন বলে শিবসেনা তাদের মুখপাত্র সামনা-র সম্পাদকীয়তে মন্তব্য করল।
উদ্ধব ঠাকরের দল আরও বলেছে, একটা গুরুত্বপূর্ণ সময়ে রাহুল কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তাই তাঁকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে কারুর কোনও আপত্তি থাকতে পারে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement