এক্সপ্লোর
Advertisement
হনুমান আর্য ছিলেন, দলিত নন, আদিত্যনাথের উল্টো পথে হেঁটে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ
নয়াদিল্লি: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বজরংবলীর জাতি বিচার করে দাবি করেছেন, তিনি দলিত। এরপরেই জ্বলন্ত এই ইস্যু নিয়ে বিজেপিতে তুলকালাম বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এবার কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তর প্রদেশেরই বিজেপি সংসদ সত্যপাল সিংহের দাবি, বজরংবলী মোটেই দলিত নন, তিনি রীতিমত আর্যকুলোদ্ধব।
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপালের যুক্তি, ভগবান রাম ও হনুমানের যুগে এ দেশে কোনও জাতি ব্যবস্থা ছিল না। কেউ দলিত, বঞ্চিত, শোষিত ছিল না। বাল্মিকী রামায়ণ ও রামচরিতমানস পড়লেই এ কথা বোঝা যায়।
Hanuman ji arya theyy. Iss baat ko maine spasht kiya hai, uss samay arya jaati thi aur Hanuman ji usi arya jaati ke mahapurush theyy: Union Minister Satypal Singh (30.11.2018) https://t.co/XmpaaNbzzH
— ANI (@ANI) December 1, 2018
যোগী আদিত্যনাথ রাজস্থানের আলোয়ারে এক নির্বাচনী জনসভায় বলেছেন, বজরংবলী এমন একজন যিনি একই সঙ্গে দেবতা, বনবাসী, গির বাসী, দলিত ও বঞ্চিত। সেই বক্তব্য মানতে রাজি নন তাঁর দলের নেতারাই। বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ বলেছেন, কোনও দেবতার জাতপাত বিচার করা ঠিক নয়। যোগীর কথার সমালোচনা করেছেন উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েকও। তিনি বলেছেন, ভব্যভাবে নিজের বক্তব্য রাখা ও কাউকে আঘাত না করে নিজের ভাবনাচিন্তা সকলের সামনে রাখতে পারা গণতন্ত্রের পক্ষে জরুরি।
যোগী অবশ্য সমর্থনও পেয়েছেন। রাষ্ট্রীয় অনুসূচিত জনজাতি আয়োগের অধ্যক্ষ নন্দ কুমার সায় হনুমানকে তফশিলি তালিকাভুক্ত বলে দাবি করেছেন। তিনি বলেছেন, লোকে ভাবে, রামচন্দ্রের সেনায় হনুমান, ভালুক ও শকুন ছিল। আসলে তা না। তফশিলি জাতি ও উপজাতির মধ্যে শকুন ও হনুমান গোত্র রয়েছে। আসলে এঁরা হলেন আদিবাসী, ভগবান রামের যুদ্ধে এঁরাও সামিল হয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement