এক্সপ্লোর
ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে যজ্ঞ হিন্দু সেনার

নয়াদিল্লি: আমেরিকায় মুসলিমদের ঢুকতে না দেওয়ার হুমকি ইতিমধ্যেই দিয়েছেন আমেরিকার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া প্রায় নিশ্চিত করে ফেলা ডোনাল্ড ট্রাম্প। তাঁর মুসলিম-বিরোধী মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু তাঁর এই অবস্থান কট্টরপন্থীদের মন কেড়েছে। সারা বিশ্বে বিশ্বের মুসলিম মৌলবাদের বিরুদ্ধে নিজের কঠোর মনোভাব তুলে ধরায় তাঁকে ‘মানবতার রক্ষাকর্তা’ হিসেবেই মনে করছে ভারতের এক হিন্দুত্ববাদী সংগঠন। ভারতে ট্রাম্পের সমর্থনে হোমযজ্ঞ করা হল। দক্ষিণপন্থী সংগঠন হিন্দু সেনা গতকাল আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের সাফল্য কামনায় প্রার্থনা করল। এক পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে হিন্দু সেনা সদস্যদের আগুনে আহুতি দিয়ে দেখা যায়। তাঁদের হাতে ছিল পোস্টার। তাতে বড় বড় করে লেখা- ‘আমরা ট্রাম্পকে ভালোবাসি’। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত বলেছেন, ‘ট্রাম্পই মানবতার একমাত্র রক্ষাকর্তা। সারা বিশ্ব মুসলিম সন্ত্রাসবাদের আগুনে পুড়ছে। সারা বিশ্বে যেখানে বিস্ফোরণ ঘটছে, সেগুলির সঙ্গে যোগ রয়েছে মুসলিম সন্ত্রাসবাদের। এই পরিস্থিতিতে এখন মানবতার একমাত্র ত্রাতা ডোনাল্ড ট্রাম্প। আজ আমরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সাফল্য কামনায় যজ্ঞ করলাম’। উল্লেখ্য, ট্রাম্প তাঁর প্রচারে ইতিমধ্যেই আমেরিকায় মুসলিমদের ঢুকতে না দেওয়া সহ একাধিক কট্টর প্রস্তাব রেখেছেন।
#WATCH (11/5/16)-Hindu Sena activists pray for Republican presidential candidate Donald Trump's victory #USElectionshttps://t.co/Mn42UBWH2w
— ANI (@ANI_news) May 12, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















