এক্সপ্লোর
সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে প্রতারণা, নির্মাতা সংস্থার ২৭ লক্ষ টাকা জরিমানা
![সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে প্রতারণা, নির্মাতা সংস্থার ২৭ লক্ষ টাকা জরিমানা Hindustan Unilever Ltd Fined Rs 27 Lakh For A Misleading Surf Excel Ad সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে প্রতারণা, নির্মাতা সংস্থার ২৭ লক্ষ টাকা জরিমানা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/30141045/1125-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দীর্ঘ ৯ বছরের আইনি লড়াইয়ের পর জয়ী হলেন দিল্লির বাসিন্দা প্রমোদ গুপ্তা। দিল্লির ক্রেতাসুরক্ষা আদালত কমিশনে জয় হল তাঁর। সার্ফ এক্সেল- এর একটি বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার জন্য ২৭ লক্ষ টাকা জরিমানা হল নির্মাতা সংস্থার।
প্রমোদ গুপ্তার অভিযোগ, কোম্পানি তাদের বিজ্ঞাপনের মাধ্যমে একটি স্কিমের কথা জানিয়েছিল। ওই স্কিম অনুযায়ী, সার্ফ এক্সেল ডিটারজেন্টের প্যাকেটে এক টুকরো কাপড় যিনি পাবেন, তাঁর সন্তানকে ৫ লক্ষ টাকা স্কলারশিপের প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানি। গুপ্তার দাবি, তিনি ডিটারজেন্টের প্যাকেটে কাপড়ের টুকরো পেয়েছিলেন। সেই মতো নিজেকে বিজয়ী মনে করে পুরস্কার সংগ্রহ করতে তিনি ২০০৭-এ মুম্বইতে যান। কিন্তু কোম্পানি তাঁর দাবি খারিজ করে দেয়। এরপরই তিনি ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন।
একটি সংবাদমাধ্যমে প্রমোদ গুপ্তা জানিয়েছেন, ''৯ বছর আগে আমি আমার মেয়ের পড়াশোনায় সাহায্যের জন্য লড়াই শুরু করেছিলাম। ২০০৭-এ সার্ফ এক্সেলের ১০০ টাকার একটি প্যাকেটে পাওয়া পুরস্কার দাবি করতে ১১ হাজার টাকা খরচ করে মু্ম্বইতে গিয়ে ওই কাপড়ের টুকরো নিজে হাতে জমা দিয়েছিলাম। ওই স্কিমের নিয়ম অনুযায়ী, আমার মেয়ের পাঁচ লক্ষ টাকার স্কলারশিপ পাওয়ার কথা ছিল। কিন্তু সে পায়নি। এখন সে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এই মামলা যদি আরও ৯ বছর ধরে চলে তাহলে কি আমার নাতি বা নাতনি ওই পুরস্কার পাবে?''
ক্রেতা সুরক্ষা আদালতের রায় তাঁর পক্ষে গেলেও যে তিনি কিছু পাবেন, এমন আশা করছেন না প্রমোদ গুপ্তা। তিনি বলেছেন, এই মামলায় আইনজীবী ও বিচারকরে সমর্থন তিনি পেয়েছেন। কিন্তু কোম্পানি তো আরও বেশি ক্ষমতাশালী। প্রমোদ গুপ্তা বলেছেন, ''আমি প্রায় নিশ্চিত যে, এই মামলা থেকে আমি কিছু পাব না। কোম্পানি আমাকে এক কোর্ট থেকে আর এক কোর্টে টেনে নিয়ে যাবে। কিন্তু আমি কিছু পাব না।''
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)