এক্সপ্লোর
Advertisement
দেখুন, কীভাবে সরকার রোজগার করে, খরচই বা করে কোথায়
নয়াদিল্লি: সরকারের মূল রোজগারের উৎস কর ব্যবস্থা। এই পথে নানা ভাবে উপার্জন করে সরকার। ২০১৬-১৭ সালে প্রত্যক্ষ কর ছিল ৫১.৩ শতাংশ, এর মধ্যে পড়ত ব্যক্তিগত আয় কর ও কর্পোরেট কর। বাকিটা আসত পরোক্ষ কর ব্যবস্থা থেকে। কিন্তু গত বছর জিএসটি চালু হওয়ার পর পুরো ব্যবস্থাটাই বদলে গিয়েছে। এখন সরকার আর নয়, পরোক্ষ করের পরিমাণ ঠিক করে জিএসটি কাউন্সিল।
এই গোটা কর ব্যবস্থার ব্যবচ্ছেদ করলে দেখা যাচ্ছে, ২০১৬-১৭ সালে সরকার কর্পোরেট কর পেয়েছে ২৮.২ শতাংশ, ব্যক্তিগত আয় কর ২৩.১ শতাংশ, আবগারি ২১.৩ শতাংশ, পরিষেবা কর ১৪.৪ শতাংশ ও শুল্ক ১২.৮ শতাংশ।
এবার দেখা যাক, সরকারের খরচ হয়েছে কোথায় কোথায়
সুদ ২৪.৪ শতাংশ, প্রতিরক্ষা বাজেট ১২.২ শতাংশ, খাদ্য সুরক্ষা ৬.৮ শতাংশ, পেনশন ৬.১ শতাংশ, গ্রামীণ বিকাশ ৬ শতাংশ, যোগাযোগ ব্যবস্থা ৫.৮ শতাংশ, ঘরোয়া কারণে খরচ ৩.৯ শতাংশ, শিক্ষা ৩.৭ শতাংশ, খাবারে ভর্তুকি ৩.৩ শতাংশ, কৃষি ২.৬ শতাংশ, স্বাস্থ্য ২.৩ শতাংশ, নগরোন্নয়ন ১.৯ শতাংশ, সমাজ কল্যাণ ১.৮ শতাংশ, শক্তি ১.৭ শতাংশ, অর্থ ১.৪ শতাংশ, পেট্রোলে ভর্তুকি ১.২ শতাংশ, বাণিজ্য ১.১ শতাংশ, বিজ্ঞান ১ শতাংশ। এছাড়া আইটি ও টেলিকমে ১ শতাংশ, বিদেশ নীতিতে .৭ শতাংশ, কেন্দ্র শাসিত এলাকায় .৬ শতাংশ, আয়কর বিভাগে .৬ শতাংশ ও অন্যান্য ক্ষেত্রে ৩.১ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement