এক্সপ্লোর
Advertisement
‘আমি নয়, আমার হাত ট্যুইট করেছে’, রণবীর হুডাকে ‘খোঁচা’ গুরমেহরের
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে আক্রমণের সামনে পড়েছেন। পেয়েছেন ধর্ষণ-খুনের মতো হুমকিও। কিন্তু তিনি যে চাপের মুখে ভেঙে পড়েননি তা জানিয়ে দিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহর কউর। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে বিদ্রুপের জবাব বিদ্রুপ করেই দিয়েছেন ভারতীয় সেনা বাহিনীর শহিদ জওয়ানের কন্যা। তিনি ট্যুইট করেছেন, ‘আমি নয়, আমার হাত ট্যুইট করেছে’।
আসলে বলিউড অভিনেতা রণদীপ হুডার আগের রি-ট্যুইটের জবাবেই গতকাল ওই ট্যুইট করেছেন গুরমেহর।
উল্লেখ্য, রামজশ কলেজে সেমিনার নিয়ে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গুরমেহর আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি-র বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন। তাঁর ওই পোস্ট ঘিরেই বিতর্কের সূত্রপাত। এরইমধ্যে প্রায় এক বছর আগে পোস্ট করা তাঁর একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তির আর্জি জানাতে গিয়ে গুরমেহর বলেছিলেন, পাকিস্তান নয়, তাঁর বাবাকে খুন করেছে যুদ্ধ।
এই পোস্টকে কটাক্ষ করে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ একটি ছবি পোস্ট করে ট্যুইট করেন, ‘আমি নয়, আমার ব্যাট দুটি ট্রিপল সেঞ্চুরি করেছে’। হাইওয়ে তারকা বীরুর ট্যুইট রি-ট্যুইট করেন। গুরমেহরকে রাজনীতির দাবার ঘুঁটি বলেও মন্তব্য করা হয়েছিল।
গতকাল অবশ্য রণদীপ বলেন, গুরমেহর সম্পর্কে ট্যুইট নিয়ে তাঁর আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। এরই পাল্টা হিসেবে ওই ট্যুইট করলেন গুরমেহর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement