এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
‘বেআইনি নির্মাণ’! চন্দ্রবাবুর ৮ কোটির ‘প্রজা বেদিকা’ ভাঙল জগন মোহন সরকার
নতুন সরকারের এই সিদ্ধান্তে কার্যত হতবাক নাইডু বলেন, এরপর কি জগনমোহন তাঁর বাবার ওয়াইএসআরের মূর্তিগুলিও ভেঙে ফেলবেন ?
অমরাবতী: আইন অনুসারে তৈরি হয়নি। এই অভিযোগে রাতারাতি ভেঙে ফেলা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর প্রাসাদোপম ‘প্রজা বেদিকা’। এখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখা সাক্ষাৎ করতেন জনগণের সঙ্গে। জনসংযোগের যাবতীয় কাজ সামলানো হত ৮ কোটি টাকা দিয়ে নির্মিত এই হলঘর থেকে। কিন্তু এই নির্মাণ সম্পূর্ণ বেআইনি, দাবি নবনির্বাচিত ওয়াইএসআর কংগ্রেসের। মুখ্যমন্ত্রী জগনমোহনের নির্দেশে সোমবার রাতেই ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে।
এরপর তালিকাতে উঠে আসতে পারে চন্দ্রবাবুর বাসভবনও, নাম না করে জানালেন জগনমোহনের মন্ত্রিসভার এক সদস্য।
সম্প্রতি ইউরোপে ছুটি কাটাতে গিয়েছিলেন চন্দ্রবাবু। গতকালই দেশে ফেরেন তিনি। নতুন সরকারের এই সিদ্ধান্তে কার্যত হতবাক নাইডু বলেন, এরপর কি জগনমোহন তাঁর বাবার ওয়াইএসআরের মূর্তিগুলিও ভেঙে ফেলবেন ? কারণ নাইডুর মতে, সেই স্ট্যাচুগুলির অনেকগুলিও অনুমতি ছাড়া বেআইনি জমির উপর নির্মিত।
এর আগে টিডিপি সুপ্রিমো বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে নিজের কাজকর্ম করা ও জনসংযোগের জন্য ‘প্রজা বেদিকা’ ব্যবহারের অনুমতি চান। ২০১৭ সালে এই প্রাসাদোপম হলটি তৈরি করে সিআরডিএ। টিডিপির দাবি, এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা অনর্থক। কিন্তু আদালত তাদের আবেদন নাকচ করে দেয় ও দু সপ্তাহের জন্য শুনানি পিছিয়ে দেয়। তারপরই ‘প্রজা বেদিকা’ ভাঙার কাজ শুরু হয়ে যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement