এক্সপ্লোর
Advertisement
আজ ১১ পাক বন্দিকে মুক্তি দিচ্ছে ভারত
নয়াদিল্লি: পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদব। তাঁর মৃত্যুদণ্ডের সাজা নিয়ে আন্তর্জাতিক আদালতে ভারত-পাক লড়াই চলছে। এরই মধ্যে সৌজন্য দেখিয়ে আজ ১১ জন পাকিস্তানি বন্দিকে মুক্তি দিচ্ছে ভারত। এই বন্দিরা প্রত্যেকেই সাজার মেয়াদ পূরণ করায় তাদের মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছিল পাকিস্তান। সেই অনুরোধ মেনে নিয়েছে ভারত।
কয়েকদিন আগেই কাজাকস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই পাক বন্দিদের মুক্তি দেওয়া তাৎপর্যপূর্ণ। গত সপ্তাহেই ভুলবশত সীমান্ত পেরিয়ে পঞ্জাবে চলে আসা দুই পাক বালককে মুক্তি দেওয়া হয়। এরপর ফের পাক বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিকতার স্বার্থেই পাক বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। এর সঙ্গে কুলভূষণের ঘটনার কোনও সম্পর্ক নেই। ভারতের আশা, পাল্টা সৌজন্য দেখিয়ে পাকিস্তানের জেলে বন্দি ভারতীয়দেরও মুক্তি দেওয়া হবে। সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তানের জেলে ১৩২ জন ভারতীয় বন্দি। তাঁদের মধ্যে ৫৭ জন ইতিমধ্যেই সাজার মেয়াদ পূর্ণ করেছেন। পাকিস্তান জানিয়েছে, এই বন্দিদের নাগরিকত্বের বিষয়ে নিশ্চিত হলেই মুক্তি দেবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement