এক্সপ্লোর
Advertisement
অপরাধ, পায়ে দামি জুতো, গুজরাতে দলিত বালককে মারধর, একই ঘটনা মহারাষ্ট্রেও
মেহসানা: ফের প্রকাশ্যে জাতপাতের কারণে হিংসা। গুজরাতের মেহসানা জেলায় ১৩ বছরের এক কিশোরকে নির্মমভাবে মারধর করেছে ৩ দুষ্কৃতী। আবার মহারাষ্ট্রের জলগাঁও এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে খবর।
খবরে প্রকাশ, মেহসানা জেলার ১৩ বছরের ছেলেটি রাজওয়াড়ি জুতো পরেছিল। সে যখন বাস স্টপে বসেছিল, তখন কয়েকজন এসে তাকে তার জাত জিজ্ঞেস করে। সে নিজেকে দলিত বলে পরিচয় দিলে তাকে মারতে শুরু করে তারা, ঘটনার ভিডিও-ও তুলে নেয়। এতেই শেষ নয়, ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে দেয় তারা। তা দেখার পর ৪ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
মহারাষ্ট্রের জলগাঁও জেলাতেও একইভাবে দলিতরা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ। বাকড়ি এলাকার ৩ দলিত যুবক স্নানের জন্য কুয়োয় নেমে যাওয়ায় প্রচণ্ড মারধর করা হয়েছে তাঁদের। প্রথমে তাঁদের বিবস্ত্র করে হাঁটানো হয়, তারপর ক্ষেতে নিয়ে গিয়ে পেটানো হয় নির্মমভাবে।
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কিন্তু অভিযোগকারীদের পরিবারের ওপর মামলা তুলে নেওয়ার চাপও দেওয়া হচ্ছে বলে খবর। যদিও রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে, অপরাধীরা শাস্তি পাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement