এক্সপ্লোর
Advertisement
ভারত পরমাণু প্রসার রোধে খুবই গুরুত্ব দেয়, 'বিধ্বংসী বোমা' ভালবাসে না, নাম না করে পাকিস্তানকে বিঁধলেন নির্মলা
নয়াদিল্লি: নাম না করে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে পাকিস্তানকে বিঁধলেন নির্মলা সীতারামন। একটি বই প্রকাশ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারত তার কোনও কোনও প্রতিবেশীর মতো 'নোংরা বোমা' ভালবাসে না, পরমাণু প্রসার রোধের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে।
এ ব্যাপারে তিনি বলেন, ভারত পরমাণু প্রসার রোধ চুক্তিতে (এনপিটি) সই করেনি বটে, তবে পরমাণু অস্ত্রের প্রসার ঠেকানোর যাবতীয় নিয়মবিধি মেনে চলছে। পরমাণু প্রসার আটকানোয় দায়বদ্ধতা পালন করতে গিয়েই আমরা নানা পরমাণু চুক্তিতে স্বাক্ষর করছি, বেআইনি ভাবে পরমাণু অস্ত্রের প্রসারে আমাদের সমর্থন নেই। আমাদের প্রতিবেশীদের কেউ কেউ করলেও আমরা বাজে বোমায় ভরসা করি না, পরমাণু প্রসার রোধকে খুবই গভীর ভাবে বিবেচনা করি।
সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা কমেনি, তবে আমরা সতর্ক রয়েছি, অনুপ্রবেশ সহ্য করব না বলেও জানান সীতারামন।
কাশ্মীরে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে কেন্দ্র ওই রাজ্যের সরকারের সঙ্গে একযোগে কাজ করছে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। কেন্দ্রের নিযুক্ত দূতের জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে সেখানকার নানা স্তরের মানুষের সঙ্গে আলোচনার দিকে ইঙ্গিত করে বলেন, প্রয়াস অব্যাহত রয়েছে, দুটি সরকারও জড়িত রয়েছে। ভারত কখনই উত্তেজনা বেড়ে যাক চায় না, কিন্তু পাকিস্তানকেই সুনিশ্চিত করতে হবে যে, তাদের ভূখণ্ড সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement