এক্সপ্লোর
Advertisement
এবার শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্যাকেজের অফার আইআরসিটিসি-র
নয়াদিল্লি: এবার আর দেশের মধ্যে নয়, বিদেশ ভ্রমনের অফার আইআরসিটিসি-র। সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ট্যুর প্যাকেজের অফার দিচ্ছে তারা। ভিসা, বিমানযাত্রা থেকে খাবার-দাবার, হোটেলে থাকার ব্যবস্থা, সাইটসিয়িং, গাইডের খরচ সবকিছুরই দায়িত্ব আইআরসিটিসির। শ্রীলঙ্কা ট্যুরের জন্য মাথাপিছু খরচ ৪৮,২২০ টাকা এবং সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুরের জন্য মাথাপিছু খরচ ৭২,৫৮০ টাকা।
আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কা ট্যুর-"শ্রী রামায়ণ যাত্রা" শুরু হবে নয়াদিল্লি থেকে। এই প্যাকেজের বুকিং শুরু হয়ে গেছে। শ্রীলঙ্কার দর্শনীয় স্থান যেমন, অশোক বটিকা, সীতা মায়ের মন্দির, ভক্ত হনুমানের মন্দির, বিভীষণ মন্দির প্রভৃতি জায়গা এবং নোগাম্বো সমুদ্রসৈকত, রামবোদা ফলস্, নুওারা এলিয়া হিল স্টেশন, গ্রগারি লেক, কলম্বো শহর প্রভৃতিও ঘুরিয়ে দেখানো হবে। এবছরই ডিসেম্বরে এবং পরের বছর জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে যাত্রার দিন ঠিক করা হয়েছে।
এছাড়াও রয়েছে ৫ রাত ৬ দিনের সিঙ্গাপুর ও মালয়েশিয়া ট্যুর। সিঙ্গাপুর প্যাকেজের মধ্যে রয়েছে সিঙ্গাপুর ফ্লায়ার, নাইট সাফারি, সিটি ট্যুর এবং সেন্তোসা দ্বীপ ভ্রমণ। মালয়েশিয়া ভ্রমণে নিয়ে যাওয়া হবে জেন্টিং হাইল্যান্ডস্, বাতু কেভ, স্নো ওয়ার্ল্ড এবং কুয়ালালামপুর। এর মধ্যে প্রথম ট্যুরটি এবছরই অক্টোবরে। দ্বিতীয়টি পরের বছর মার্চে।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে আইআরসিটিসি ওয়েবসাইটে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement