জম্মু: সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, আহত ২ ভারতীয় জওয়ান
জম্মু ও ইসলামাবাদ: ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করল পাকিস্তান।
সেনা তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার জম্মুর পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ছোট অস্ত্র ও মর্টার শেলিং করে পাক সেনা। চলতি মাসে এই নিয়ে ২২ বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান।
এদিন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, বুধবার রাত দেড়টা নাগাদ নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গোলাগুলি শুরু করে পাক সেনা। ব্যবহার করা হয় ছোট ও স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার।
পাক হামলায় ২ ভারতীয় জওয়ান আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। সেনা জানিয়েছে, পাক হামলার যথাযথ প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় বাহিনীও।
গতকালও, দুপুর পৌনে তিনটে নাগাদ জম্মুর রাজৌরি জেলার ভিম্বর গলি সেক্টরে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করেছিল পাক বাহিনী। একইসঙ্গে, পুঞ্চের বালাকোট সেক্টরে সীমান্তবর্তী ভারতীয় গ্রাম লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাকিস্তান।
এদিকে, ভারতের বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গের অভিযোগ আনে পাকিস্তান। এই মর্মে এদিন জানাতে এদিন ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব করে ইসলামাবাদ। পাক বিদেশমন্ত্রকের দাবি, নিকিয়াল সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে ভারতীয় ফৌজ। যাতে, ২২ বছরের এক পাক নাগরিকের মৃত্যু হয়েছে। আরও চারজন আহত হয়েছে।