গত ১৩ দিনে জনধন অ্যাকাউন্টে জমা ২১ হাজার কোটি, শীর্ষে পশ্চিমবঙ্গ
নয়াদিল্লি: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত ইস্তক দেশের বিভিন্ন রাজ্য থেকে জন ধন অ্যাকাউন্টগুলিতে বিপুল অর্থ জমা পড়েছে। আর এই তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।
কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, গত ১৩ দিনে বিভিন্ন ব্যাঙ্কের জন ধন অ্যাকাউন্টে প্রায় ২১ হাজার কোটি টাকা জমা পড়েছে! উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় সবচেয়ে সোচ্চার। পশ্চিমবঙ্গের পরই স্থান পেয়েছে কংগ্রেস-শাসিত কর্নাটক।
পরিসংখ্যান বলছে, দেশের মোট প্রায় ২৫.৫ কোটি জনধন অ্যাকাউন্টে গত ৯ তারিখ পর্যন্ত ছিল প্রায় ৪৫,৬৩৬ কোটি টাকা। কিন্তু, গত ১৩ দিনে তা দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার কোটিতে।
দেশে প্রতিটি পরিবারের কাছে ব্যাঙ্কিং পরিষেবাকে পৌঁছে দিতে এবং দেশের ব্যাঙ্কের পরিধি প্রসারিত করতে গত ২৮ এপ্রিল জনধন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অ্যাকাউন্টে নগদে জমা দেওয়ার ঊর্ধ্বসীমা ৫০ হাজার টাকা।
এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, নোট বাতিলের সিদ্ধান্তের পর আচমকা জনধন অ্যাকাউন্টে নগদ জমার বহর বহুগুণ বেড়ে গিয়েছে বলে খবর এসেছে। এই প্রসঙ্গে তিনি জানান, সরকার ওই সব অ্যাকাউন্টের ওপর নজর রাখছে।