এক্সপ্লোর
মোদী ব্যাচেলর! আনন্দীবেনের দাবি খারিজ যশোদাবেনের, বললেন, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি, আমার কাছে উনি রাম

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী ব্যাচেলর, ভিডিও প্রকাশ করে মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলের এই দাবি খারিজ করলেন যশোদাবেন, প্রধানমন্ত্রীর স্ত্রী। তিনি বলেছেন, ২০১৪-র নির্বাচনের আগে হলফনামা দিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীই জানান, তিনি বিবাহিত, স্ত্রীর নাম যশোদাবেন। তিনি প্রধানমন্ত্রী মোদীকে শ্রদ্ধা করেন, উনি তাঁর কাছে ভগবান রাম, এই মন্তব্য করেছেন যশোদাবেন। প্রথমে সোস্যাল মিডিয়ায় মোদী সম্পর্কে আনন্দীবেনের মন্তব্য দেখে বিশ্বাস করেননি যশোদাবেন। পরে একটি গুজরাতি দৈনিকের প্রথম পৃষ্ঠায়ও আনন্দীবেনকে উদ্ধৃত করে খবর বেরয় যে, মোদী অবিবাহিত। এরপরই নিজের বক্তব্য রেকর্ড করিয়ে একটি ভিডিও ছাড়েন যশোদাবেন। সেটি রেকর্ড করেন তাঁর ভাই অশোক মোদী। ভিডিওতে তিনি বিস্মিত, হতবাক বলে জানিয়ে প্রধানমন্ত্রীর স্ত্রী আনন্দীবেনকে আক্রমণ করে বলেন, উনি এমন মন্তব্য করে দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করেছেন। পেশায় শিক্ষিকা যশোদাবেনের মত, এটা ওনার মতো একজন শিক্ষিত মহিলার কাছে প্রত্যাশিত নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















