এক্সপ্লোর
Advertisement
আরও সার্জিক্যাল স্ট্রাইক চান রাজৌরিতে পাক সেনার গুলিতে নিহত জওয়ানের বাবা
সম্বল: ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, তিনি তাকে নিয়ে গর্বিত। সন্ত্রাসবাদ নির্মূল করতে আরও সার্জিক্যাল স্ট্রাইক হওয়া চাই। সেটাই হবে তাঁর শহিদ ছেলের প্রতি যথার্থ শ্রদ্ধাজ্ঞাপন। এই ভাষাতেই সার্জিক্যাল স্ট্রাইকের হয়ে সওয়াল করলেন জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনার গুলিতে নিহত সেপাই সুধেশ কুমারের বাবা ব্রহ্মপাল সিংহ। পেশায় কৃষক, এখানকার পানসুখা মিলাক গ্রামের এই বাসিন্দা আজ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তাঁর সঙ্গে দেখা না করা পর্যন্ত ছেলের অন্তিম সংস্কার করতে রাজি হননি। ব্রহ্মপাল বলেন, মুখ্যমন্ত্রী এটাওয়ায় এক শহিদের বাড়ি গেলেন সে যাদব বলে। শহিদদের মধ্যে কোনও ভেদাভেদ করা উচিত নয় তাঁর। মুখ্যমন্ত্রী এলেই তিনি ছেলের শেষকৃত্য করবেন। সুধেশের মা সন্তোষ কুমারী মৃত ছেলের বিধবা স্ত্রীর জন্য সরকারি চাকরির দাবি করেন। বলেন, আর্থিক সাহায্য পেলেই ওর চার বছরের মেয়ের পড়াশোনার বন্দোবস্ত করা যাবে যাতে বড় হয়ে সে-ও একদিন সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে পারে।
প্রসঙ্গত, ব্রহ্মপালের পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ২৪ বছরের সুধেশ গত রবিবার রাজৌরিতে পাক সেনার লাগাতার গুলিবর্ষণে প্রাণ হারান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement