এক্সপ্লোর
Advertisement
জিও-র প্রভাব, দিওয়ালির আগে আড়াই হাজারে ফোর জি স্মার্টফোন আনছে এয়ারটেল?
নয়াদিল্লি: জিও এফেক্ট! আইডিয়া, ইনটেক্স-এর পর এবার এয়ারটেল। বাজারে দিওয়ালির আগে নয়া ফোর জি স্মার্টফোন আনতে চলেছে এয়ারটেল, দাম মাত্র আড়াই হাজার। সূত্রের দাবি, জিওকে টক্কর দিতেই এয়ারটেলের নয়া এই উদ্যোগ। এয়ারটেল বিনাপয়সায় ফোর জি ডিভাইস দেবে তাদের গ্রাহকদের, যেটা রিলায়েন্স করছে জিও-র মাধ্যমে।
সূত্রের খবর, এইমুহূর্তে ভারতী এয়ারটেল বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কথা বলছে। এবং আড়াই হাজারের মধ্যে স্মার্টফোনটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ফোনটিতে ডেটা এবং ভয়েস কলিং সংক্রান্ত নানা সুবিধা পাওয়া যাবে। তবে স্মার্টফোনটির সমস্ত খরচ বহন করবে প্রস্তুতকারী সংস্থা, এয়ারটেল নয়। সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে ফোনটি হাতে চলে আসবে কাস্টমরদের। জানা গিয়েছে ফোনটির স্ক্রিন বড় হবে, ক্যামেরা, ব্যাটারিও যেন ভালমানের হয়, নির্দেশ এয়ারটেলের। খুব সম্ভবত দেশীয় সংস্থা লাভা বা কার্বোন ফোনটি তৈরি করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement