এক্সপ্লোর
Advertisement
জুনেইদ হত্যায় মূল অভিযুক্ত বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার হবে, জাতীয় সংখ্যালঘু কমিশনকে আশ্বাস হরিয়ানা সরকারের
নয়াদিল্লি: গত ২২ জুন দিল্লি-মথুরা ট্রেনে জুনেইদ খান নামে কিশোরকে পিটিয়ে, ছুরি মেরে হত্যায় মূল অভিযুক্ত বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার হতে পারে বলে হরিয়ানা সরকার জানিয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন (এনসিএম)-কে।
এনসিএম সদস্য সুনীল সিংহি বল্লভগড়ের খান্ডিভলি গ্রামে গিয়ে জুনেইদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে স্থানীয় প্রশাসন, পুলিশের সঙ্গেও মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তখন তিনি এই আশ্বাস পান বলে খবর।
পরে সিংহি বলেন, জুনেইদকে ছুরিতে কুপিয়েছিল যে, সেই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে বিশেষ তদন্ত দল বা সিট গড়ে ভাল উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সরকার।
সিংহি জুনেইদের পরিবারকে আশ্বাস দিয়েছেন, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার। জুনেইদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতেও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, রাজ্য সরকারের এপর্যন্ত নেওয়া পদক্ষেপে জুনেইদের পরিবার সন্তুষ্ট, তবে তাদের দাবি, দ্রুত ন্যায় বিচার চাই। ঘটনাটির ব্যাপারে পুলিশি রিপোর্ট নিয়েও কমিশনে আলোচনা হয় এদিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement