চিদম্বরমের জেলযাত্রা প্রশস্ত করে অবসর বিচারপতি সুনীল গউরের
৬২ বছরের এই বিচারপতি শুক্রবার অবসর নিলেন।
নয়াদিল্লি: মঙ্গলবার শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করেছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুনীল গউর। আর বিচারপতি গউরের চিদাম্বরমের এই আবেদন খারিজের সিদ্ধান্তের সুবাদেই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা অর্থমন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আইএনএক্স মিডিয়া মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। পি চিদম্বরমের গ্রেফতারির ৭২ ঘণ্টার মধ্যেই অবসরে চলে গেলেন বিচারপতি সুনীল গউর। ৬২ বছরের এই বিচারপতি শুক্রবার অবসর নিলেন।
আইএনএক্স মিডিয়া মামলা সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিচারপক্রিয়া চালিয়েছেন তিনি। অতীতে ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস চেয়ারপার্সন সনিয়া গাঁধী এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে তদন্ত পক্রিয়ার পথও প্রশস্ত করেন বিচারপতি গউর।
প্রসঙ্গত, ২০০৮ সালে হাইকোর্টের বিচারপতি হন তিনি। ২০১২ সালর ১১ এপ্রিলে তিনি স্থায়ী বিচারপতি হন। তাঁর সময়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলার বিচার করেছেন। গত সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপো ব্যবসায়ী রাতুল পুরীর আগাম জামিনের আর্জিও তিনি বাতিল করে দেন। রাতুল পুরী অগস্টাওয়েস্টল্যান্ড চপার দুর্নীতিতে অভিযুক্ত।
উল্লেখ্য, চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করে তাঁর জেলযাত্রার পথ প্রশস্ত করা এই বিচারপতি নিজেকে ‘কিংপিন’ বলেও দাবি করেন। বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা। দিল্লি আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন পিসি। শুক্রবার সেই মামলার শুনানি।