এক্সপ্লোর
Advertisement
হাসপাতালে করোনা রোগীদের শুশ্রূষায় ব্যস্ত মা-কে দূর থেকে দেখে কান্নায় ভেঙে পড়ল শিশুকন্যা, ফোন করে কৃতজ্ঞতা জানালেন ইয়েদুরাপ্পা
এখনই মেয়ের কাছে যেতে পারবেন না সুগন্ধা। তাঁকে আপাতত ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।
বেঙ্গালুরু: করোনা অতিমারীর মধ্যেও ছুটি নেই তাঁদের। লকডাউনের মধ্যেও জরুরি পরিষেবা দিতে থাকতে হচ্ছে বাড়ির বাইরে। পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করারও উপায় হচ্ছে না।
কর্নাটকের হাসপাতালে কর্মরত এমনই এক নার্সকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা! বেলাগাভি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কর্মরত ওই নার্সের নাম সুগন্ধা। বাড়িতে তিন বছরের শিশুকন্যা। অথচ করোনা রোগীদের শুশ্রূষার জন্য সুগন্ধাকে থেকে যেতে হয়েছে হাসপাতালেই। এক সপ্তাহ মায়ের থেকে দূরে থাকায় মনমরা খুদে। তাই সুগন্ধার স্বামী মেয়েকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। যদিও সতর্কতা অবলম্বন করে দূর থেকেই মেয়ের উদ্দেশে হাত নাড়েন সুগন্ধা। তারপর কথা বলেন ফোনে। মা ও মেয়ে, কান্নায় ভেঙে পড়েন দুজনই।
টিভিতে সেই দৃশ্য মন ছুঁয়ে যায় ইয়েদুরাপ্পার। তিনি কর্তব্যরত ওই নার্সকে ফোন করে কৃতজ্ঞতা জানান। বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আপনার পরিশ্রমের জন্য আমি কৃতজ্ঞ। আমি দেখেছি বাড়িতে মেয়ের সঙ্গে না থেকে কীভাবে আপনি কর্তব্যপালন করছেন। আপনার সমর্থন চাই। আপনার খেয়াল রাখব আমরা। ঈশ্বর আপনার ভাল করুন।’
যদিও এখনই মেয়ের কাছে যেতে পারবেন না সুগন্ধা। তাঁকে আপাতত ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement