এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুর পরিকাঠামো: পরামর্শ চেয়ে নারায়ণমূর্তির সঙ্গে বৈঠক কুমারস্বামীর, কমিটি তৈরির প্রস্তাব
বেঙ্গালুরু: মন্ত্রিসভা গঠন চূড়ান্ত রূপ নেওয়ার আগেই ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তির সঙ্গে দেখা করলেন এইচ ডি কুমারস্বামী। ক্রমশ বাড়তে থাকা বেঙ্গালুরু শহরের বিভিন্ন চাহিদা, বিশেষ করে পরিকাঠামো ও বর্জ্য পদার্থ ম্যানেজমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে কীভাবে এগনো যায়, সে ব্যাপারে তাঁর পরামর্শ চেয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।
আজকের বৈঠকে কুমারস্বামী বলেন, তিনি শহরের পরিকাঠামো তৈরি ও বর্জ্য নিষ্কাশন সংক্রান্ত সমস্যা মোকাবিলায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠনে নারায়ণমূর্তির সাহায্য দরকার। প্রস্তাবিত কমিটির মাথায় থাকবেন মুখ্যমন্ত্রীই। প্রতি দু মাসে একবার বৈঠকে বসবে কমিটি।
নারায়ণমূর্তিও এই প্রক্রিয়ায় যুক্ত হতে পেরে খুশি বলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে জানিয়েছেন, শীঘ্রই শহরের পরিকাঠামোর প্ল্যানিং ও উন্নয়নে ও বর্জ্য নিষ্কাশন, ব্যবহারে তাঁর পরামর্শ, সুপারিশ পেশ করবেন।
এক সরকারি বিজ্ঞপ্তিতে নারায়ণমূর্তিকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমি অত্যন্ত আগ্রহ সহকারে আপনি (কুমারস্বামী) কী করতে চলেছেন, সেদিকে নজর রেখে চলেছি। সমাজ বিশেষত কৃষকদের মঙ্গলের জন্য আপনি ভাবনার প্রশংসা করছি।
কুমারস্বামী যে ইজরায়েলের উন্নত কৃষিকাজের কৌশল-পদ্ধতি ভাল করে জানতে সেদেশ সফরে গিয়েছিলেন, তার উল্লেখ করে নারায়ণমূর্তি বলেছেন, ক্ষমতায় না থেকেও আপনি এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন।
পাশাপাশি শহরের উন্নয়ন পরিকল্পনা ও সেই সংক্রান্ত প্রজেক্টের রূপায়ণে বেঙ্গালুরুর উন্নয়নের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলিকে সঙ্গে নিয়ে চলতে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন নারায়ণমূর্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement