বামেরা জনতাকে ‘লুঠ’ করেছে, বিজেপিকে ভোট দিন: ত্রিপুরায় অমিত শাহ
আগরতলা: ত্রিপুরার ‘লাল ভাই’ সরকারকে উৎখাত করার ডাক দিলেন অমিত শাহ। বিজেপি সভাপতির অভিযোগ, উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি অর্থ নিজেদের পকেটে পুরেছেন বাম ক্যাডাররা। তাঁর প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে মডেল সরকার গঠন করা হবে।
ত্রিপুরায় সিকি-শতক ধরে ক্ষমতায় রয়েছে সিপিএম। আসন্ন বিধানসভা নির্বাচনে লাল ব্রিগেডের বড় প্রতিপক্ষ হয়ে উঠে এসেছে গেরুয়া শিবির। এদিন আট-কিলোমিটার রোড-শো করেন অমিত শাহ। বিভিন্ন জায়গায় জনসভা করে জনতাকে ‘পরিবর্তনের’ আশ্বাস দেন।
আগামী রবিবার ভোটগ্রহণ হবে ত্রিপুরায়। তার আগে, সব দলই শেষবেলার প্রচারে ব্যস্ত। এদিন জনসভায় একাধিক প্রতিশ্রুতি দেন অমিত শাহ। সেই তালিকায় ছিল—যুবকদের স্মার্টফোন, সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন প্রয়োগ এবং বেআইনি আর্থিক সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ।
এদিন নাম না করে রাহুল গাঁধীকে আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, অন্যর ভোট কেটে সিপিএমকে ক্ষমতায় রাখতে কংগ্রেস প্রধান বিভিন্ন জায়গায় (ডামি) প্রার্থী দিয়েছেন। তিনি বলেন, লাল ভাইয়ের সরকার এবং তার ক্যাডাররা গত ২৫ বছর ধরে উন্নয়নের নামে টাকা লুঠ করেছে।
তিনি যোগ করেন, গরিবদের জন্য এই সরকার গঠিত হয়েছিল। কিন্তু, গত ২৫ বছরে এই রাজ্যে কর্মহীন যুবকদের সংখ্যা ২৫ হাজার থেকে বেড়ে ৭.৩৩ লক্ষ হয়ে গিয়েছে। অমিত শাহের প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে তাদের সরকার শুধু শাসনক্ষমতায় নয়, গোটা রাজ্যে পরিবর্তন আনবে।